নতুন মডেলটিকে অনেকেই ডাকছেন ‘পিএস৫ স্লিম’ নামে। সে নামের মান রেখেছে মডেলটি- চলতি মডেলের চেয়ে আকারে ছোট ও পাতলা হবে এটি।
Published : 11 Oct 2023, 04:59 PM
পিএস৫-এর নতুন সংস্করণ আনার ঘোষণা দয়েছে সনি। এতে থাকবে ডিভিডি রম আর টেরাবাইট স্টোরেজের সুবিধা।
নতুন মডেলটিকে অনেকেই ডাকছেন ‘পিএস৫ স্লিম’ নামে। সে নামের মান রেখেছে মডেলটি- চলতি মডেলের চেয়ে আকারে ছোট ও পাতলা হবে এটি। আর এটি ‘পিএস৫’ ও ‘পিএস৫ ডিজিটাল এডিশন’ উভয় কনসোলেরই জায়গা নিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
যুক্তরাষ্ট্রে রমসহ নতুন মডেলের দাম পড়বে প্রায় পাঁচশ ডলার। অন্যদিকে, পিএস৫ ডিজিটাল এডিশনের দাম প্রায় সাড়ে চারশ ডলার।
নতুন এই মডেলের আকার চলতি মডেলের চেয়ে ৩০ শতাংশ কম। আর এর ওজনও কমেছে সিকি ভাগ (ব্যবহারকারীর বাছাই করা মডেলের ভিত্তিতে)।
আর এতে ডিস্ক ড্রাইভের জন্যেও আলাদা জায়গা রেখেছে সনি, যা সহজেই সরানো যাবে বা কোনো সাইড প্যানেল দিয়ে প্রতিস্থাপন করা যাবে।
“এতে চারটি আলাদা কভার প্যানেল থাকবে, যেখানে ওপরের অংশে ‘গ্লসি লুক’ থাকলেও নীচের অংশে ‘ম্যাট ফিনিশ’ থাকবে।” --এক ব্লগ পোস্টে বলেন সনির কনটেন্ট যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক সিড শুম্যান।
পিএস৫ ডিজিটাল এডিশনে ব্যবহারকারী চাইলে ‘ব্লু-রে ডিস্ক ড্রাইভ’ও যোগ করতে পারবেন। সনি এটি আলাদাভাবে বিক্রি করছে, যার দাম প্রায় ৮০ ডলার।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাছাই করা কিছু খুচরা বিক্রেতা ও সনির প্লেস্টেশন সাইটে প্রকাশ পাবে নতুন এই মডেল। ড্রাইভ ছাড়া কিনলে এর দাম পড়বে প্রায় সাড়ে চারশ ডলার।
“এর পরের মাসগুলোয় বিশ্বের অন্যান্য দেশেও আসবে এটি।” --বলেন শুম্যান।
“হালের মডেলগুলোর সকল পণ্য বিক্রি হয়ে গেলে শুধু এ মডেলই বাজারে পাওয়া যাবে।”
ইউরোপে ড্রাইভ’সহ এই মডেলের দাম পড়বে প্রায় সাড়ে চারশ ইউরো। আর ডিজিটাল এডিশনের বেলায় সেটি বেড়ে দাঁড়াবে প্রায় সাড়ে পাঁচশ ইউরোতে। আর যুক্তরাজ্যে ড্রাইভ’সহ নতুন মডেল ও ডিজিটাল এডিশনের দাম পড়বে যথাক্রমে প্রায় ৪৮০ পাউন্ড ও প্রায় ৩৯০ পাউন্ড।