বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার সেটি দুর্বল হয়ে পড়ে।
Published : 11 Apr 2025, 12:52 AM
মৌসুমের ‘সর্বোচ্চ গতির’ কালবৈশাখী আর তার সঙ্গে ‘হালকা’ বৃষ্টির এক বিকাল দেখল রাজধানীর মানুষ।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির খান বলেন, বৃহস্পতিবার বিকালে শুরু হয় কালবৈশাখী। এর গতি সর্বোচ্চ ছিল ৫টা ৩৮ মিনিটের দিকে; ঘণ্টায় ৬৬ কিলোমিটার।
“এ সময় হালকা বৃষ্টি হয়েছে। এটা চলতি মৌসুমে সর্বোচ্চ বেগের কালবৈশাখী।”
এ আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার সেটি দুর্বল হয়ে যায়।
বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে; ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সাতটি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করে, যা ধীরে ধীরে প্রশমিত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।