২০২৩ সালে গুগলের একটি আসল ইমেইলের ওপর ভিত্তি করেই সম্ভবত গুজবটি ছড়ানো হয়েছে। ওই মেইলের বক্তব্য ছিল, জিমেইলের ‘এইচটিএমএল ভিউ’ বন্ধ করতে যাচ্ছে গুগল৷
Published : 24 Feb 2024, 05:40 PM
সার্চ জায়ান্ট গুগলের পরিষেবা ‘জিমেইল’ বন্ধ হয়ে যাচ্ছে - সামাজিক মাধ্যমে এমন একটি গুজব ছড়িয়ে পড়ার পরে কোম্পানিটিকে প্রকাশ্যে বলতে হয়েছে ‘জিমেইল এখানে থাকার জন্যই এসেছে।’
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া ওই গুজবের পোস্ট এখন পর্যন্ত ৭০ লাখ বার দেখা হয়েছে। সেখানে দাবি ছিল অগাস্ট মাসেই জিমেইল বন্ধ হয়ে যাচ্ছে।
মিথ্যা ওই দাবি উড়িয়ে দিতে গুগলও একই প্ল্যাটফর্ম ব্যবহার করেছে।
এ প্রসঙ্গে একজন যোগাযোগ বিষয়ক বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, এটি ভুল তথ্যের বিপদগুলোর “একটি ক্লাসিক উদাহরণ”।
Gmail is here to stay.
— Gmail (@gmail) February 22, 2024
"বেশিরভাগ মানুষ অনলাইনে যা দেখেন তা বিশ্বাস করেন। আর তথ্য যাচাই করার জন্য প্রয়োজনীয় রিসোর্স ও প্রক্রিয়ার অভাব রয়েছে," বলেছেন যোগাযোগ মূল্যায়ন প্রতিষ্ঠান ‘কারমা’র প্রধান রিচার্ড ব্যাগনল।
"যদিও সামাজিক মাধ্যম নেটওয়ার্কগুলো দায়িত্বজ্ঞান ছাড়াই কাজ করতে পারে ও যাচাইবাছাই ছাড়াই ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য দেখাতে পারে। জিমেইলের এই ঘটনাটিই আমাদের দেখা এমন শেষ ঘটনা হবে না।"
বর্তমানে সব সামাজিক মাধ্যমই ভুল তথ্য বন্ধ করার জন্য লড়াই করছে। তবে, এ বিষয়ে এক্স বিশেষ ভাবে সমালোচিত। ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে এক্স অন্যান্য সামাজিক মাধ্যমের চেয়েও খারাপ ছিল, এমন দাবি ইইউ করেছে ২০২৩ সালে।
কোম্পানিটি এর আগে বলেছে তারা "ঘৃণামূলক বক্তব্য ঠেকাতে" প্রতিশ্রুতিবদ্ধ। তবে, বাকস্বাধীনতাও রক্ষা করতে চায় তারা।
২০২৩ সালে গুগলের পাঠানো একটি আসল ইমেইলের ওপর ভিত্তি করেই সম্ভবত গুজবটি ছড়ানো হয় বলে লেখা হয়েছে প্রতিবেদনে। ওই মেইলের বক্তব্য ছিল, জিমেইলের সবচেয়ে মৌলিক ‘এইচটিএমএল ভিউ’ বন্ধ করতে যাচ্ছে গুগল৷
এ ঘটনা নিয়ে এক্সের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
২০০৪ সালে জিমেইল চালু হওয়ার সময় কেবল এইচটিএমএল ভিউ সংস্করণটিই ছিল। সাম্প্রতিক সময়ের জিমেইল ব্যবহারকারীদের অধিকাংশই হয়তো এটি চিনতে পারবেন না।
গুজবের ভাইরাল পোস্টে লেখা হয়েছে, “আমরা জিমেইল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি।”
“অনেক বছর ধরে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে নির্বিঘ্নে যোগাযোগ ও সংযোগ স্থাপনের পর জিমেইলের যাত্রা শেষ হতে চলেছে।”
জার্মানিভিত্তিক তথ্য বিষয়ক সাইট ‘স্ট্যাটিস্টা’ বলছে, বিশ্বব্যাপী দেড়শো কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে জিমেইল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেল পরিষেবা৷
তবে, গুজবের মিথ্যা দাবিগুলোকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা সত্ত্বেও, এটি সত্য যে সাম্প্রতিক বছরগুলোয় গুগল বেশ কিছু পরিষেবা বন্ধ করেছে৷
কেবল ২০২৩ সালেই, গুগল ‘স্টেডিয়া গেইমিং’, স্ন্যাপচ্যাটের আদলে তৈরি ‘ইউটিউব স্টোরিজ’ ফিচার বন্ধ করেছে। পাশাপাশি, পুরানো ও নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো বন্ধ করতে শুরু করে এ সার্চ জায়ান্ট।
পাশাপাশি, ‘গুগল পডকাস্টস’ বন্ধ করার পরিকল্পনাও ঘোষণা করেছে কোম্পানিটি। এ ফিচারের কার্যকারিতা এরইমধ্যে গুগলের মালিকানাধীন ‘ইউটিউব মিউজিক’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।