মাইক্রোসফট মালিকানাধীন সামাজিক নেটওয়ার্কিং সাইটটির এ বিভ্রাটের সঙ্গে মঙ্গলবার ঘটে যাওয়া মেটার কারিগরি ত্রুটি বা অন্যান্য সমস্যার সঙ্গে কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।
Published : 07 Mar 2024, 03:35 PM
গোটা বিশ্বে মেটার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রাটের মুখে পড়ার একদিন পর কিছু সময়ের জন্য একই সমস্যা দেখা গেছে পেশাজীবনকেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনেও।
বুধবার পূর্বাঞ্চলীয় সময় বিকেল পৌনে চারটায় অনলাইন সেবা বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশের সাইট ডাউনডিটেকটর-এ এ বিষয়ে অভিযোগ আসতে শুরু করে।
লিংকডইনের অ্যাপ ও ওয়েবসাইট উভয়ই কিছু সময়ের জন্য অফলাইনে চলে যাওয়ার পর পূর্বাঞ্চলীয় সময় বিকেল চারটা চার মিনিটে নিজস্ব স্ট্যাটাস পেইজে বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয় লিংকডইন।
পোস্টে লেখা ছিল, “কেউ কেউ হয়ত নিজস্ব লিংকডইন অভিজ্ঞতায় সমস্যার মুখে পড়ছেন। আমরা বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। আর এর কোনও আপডেট এলে আমরা জানিয়ে দেব। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।”
পূর্বাঞ্চলীয় সময় বিকেল পাঁচটা পাঁচ মিনিটে কোম্পানির পরবর্তী বার্তায় বলা হয়, “সমস্যাটির সমাধান করা হয়েছে। আমরা আবারও সচল হয়েছি। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখিত। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।”
Sorry about the interruption. We're back up and running.
— LinkedIn Help (@LinkedInHelp) March 6, 2024
মাইক্রোসফট মালিকানাধীন সামাজিক নেটওয়ার্কিং সাইটটির এ বিভ্রাটের সঙ্গে মঙ্গলবার ঘটে যাওয়া মেটার কারিগরি ত্রুটি বা অন্যান্য সমস্যার সঙ্গে কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, ইন্টারনেট সংযোগ ট্র্যাকিং করা সাইট নেটব্লক্স নিশ্চিত করেছে, এ বিভ্রাটের প্রভাব পড়েছে একাধিক দেশে।
মঙ্গলবার ফেইসবুক ও থ্রেডসে বিভ্রাটের পর মেটার জনসংযোগ প্রধান অ্যান্ডি স্টোন ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করার পর বিষয়টি নিয়ে রসিকতা করতে দেখা যায় এক্স-এর নির্বাহী কর্মকর্তাদের। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।