আমেরিকায় মে মাসে একটি জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ মানুষ প্রযুক্তিটিকে মানব সভ্যতার ঝুঁকি হিসাবে বিবেচনা করেন।
Published : 19 Dec 2023, 06:57 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই তাদের সর্বাধুনিক এআই মডেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি রূপরেখা নির্ধারণ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের হাতে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত বদলের ক্ষমতাসহ সোমবার নিজেদের ওয়েবসাইটে পরিকল্পনাটি প্রকাশ করেছে ওপেনএআই।
নিশ্চিত করার আগে নিজদের সর্বশেষ প্রযুক্তি জনসম্মুখে প্রকাশ করবে না মাইক্রোসফটের বিনিয়োগপুষ্ট ওপেনএআই, জানিয়েছে রয়টার্স। নিরাপত্তা প্রতিবেদনগুলোকে পুনর্বিবেচনা করে নির্বাহী বিভাগকে সেগুলোর ওপর মন্তব্য জানাতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করছে কোম্পানিটি। সেইসঙ্গে নির্বাহী বিভাগের নেওয়া সিদ্ধান্তে রদবদল করতে পারবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এক বছর আগে বহুল আলোচিত চ্যাটজিপিটি প্রকাশিত হলে প্রযুক্তিটির মাধ্যমে সৃষ্ট সম্ভাব্য বিপদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে এআই গবেষক ও সাধারণ নাগরিকদের মধ্যে। কবিতা কিংবা প্রবন্ধ যে কোনো আকারে মূহুর্তেই মানুষের লেখার মতোই লেখা সৃষ্টির ক্ষমতা দিয়ে জেনারেটিভ এআই প্রযুক্তি তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এর পাশাপাশি সামনে এসেছে প্রযুক্তিটির মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার মতো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি।
মানব সমাজের জন্য সম্ভাব্য ঝুঁকির প্রশ্নে এআই ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয় ব্যাক্তি ও গবেষকরা এপ্রিলে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের চেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর অগ্রগতি ছয় মাসের জন্য স্থগিত রাখতে স্বাক্ষর করেন একটি খোলা চিঠিতে। অপরদিকে মে মাসে ইপসস ও রয়টার্সের যৌথ উদ্যোগে করা একটি জরিপে বেরিয়ে আসে, দুই তৃতীয়াংশ আমেরিকান এআই প্রযুক্তির নেতিবাচক দিক নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ মানুষ প্রযুক্তিটিকে মানব সভ্যতার জন্য ঝুঁকি হিসাবে বিবেচনা করেন।