বিনামূল্যে যাওয়ার পর দৈনিক ৮০ হাজার গেইমার পাচ্ছে পাবজি

নির্মাতা ক্রাফটন ফের মনে করিয়ে দিয়েছে ‘আননোন ওয়ার্ল্ডস’-এর ‘নতুন আইপি’র কথা। গেইমে নতুন আইপি মানে হচ্ছে, কেবল নতুন সিরিজ নয়, একেবারে আনকোড়া নতুন গেইম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 10:55 AM
Updated : 15 August 2022, 10:55 AM

জনপ্রিয় ব্যাটল রয়াল গেইম ‘পাবজি: ব্যাটলগ্রাউন্ডস’ নিজেদের ফ্রি-টু-প্লে’র উন্মোচনের পর সম্ভবত যথেষ্টই খুশি। মালিক কোম্পানি ক্রাফটন বলছে, জানুয়ারিতে গেইমটি বিনামূল্যে যাওয়ার পর থেকে দৈনিক ৮০ হাজারেরও বেশি নতুন গেইমার পাচ্ছে তারা।

২০২২ সালের প্রথমার্ধে ক্রাফটনের আয়ের হিসাব অনুযায়ী, পাবজি’র সামগ্রিক আয় বেড়েছে ব্যবহারকারী প্রতি ২০ শতাংশেরও বেশি।

জানুয়ারিতে ফ্রি-টু-প্লে-তে যাওয়ার আগে ২০২১ সালে নিজস্ব গেইমের নাম ‘পাবজি’ থেকে বদলে ‘পাবজি: ব্যাটলগ্রাউন্ডস’ রাখে এর নির্মাতা।

এই পদক্ষেপের কারণে বিভিন্ন গেইমিং ব্র্যান্ডের সঙ্গে তাদের কাজ করার পথ খুলে যায়, যে তালিকায় সবচেয়ে সাম্প্রতিক সংযোজন জনপ্রিয় গেইম টাইটেল ‘অ্যাসাসিন্স ক্রিড’। তবে, এই সংযোজনকে ‘কিছুটা অস্বাভাবিক’ হিসেবে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

ভার্জ বলছে, ক্রাফটনের সামগ্রিক আয় বাড়লেও এর কতটুকু ‘পাবজি মোবাইল’ বা ক্রাফটনের পাবজি সংশ্লিষ্ট শুটার গেইম ‘নিউ স্টেট মোবাইল’ থেকে এসেছে, সেটি এখনও পরিষ্কার নয়।

নিজস্ব আয় প্রতিবেদনে প্রকাশক ক্রাফটন ফের মনে করিয়ে দিয়েছে ‘আননোন ওয়ার্ল্ডস’-এর ‘নতুন আইপি’র কথা। গেইমে নতুন আইপি মানে হচ্ছে, কেবল নতুন সিরিজ নয়, একেবারে আনকোড়া নতুন গেইম। আসন্ন ‘গেইমসকম’ আয়োজনে আসার কথা রয়েছে এটির। একই আয়োজনে ‘স্ট্রাইকিং ডিসট্যান্স স্টুডিও’র নতুন সারভাইভাল গেইম ‘দ্য ক্যালিস্টো প্রোটোকল’ গেইমটিও আসার কথা রয়েছে।