প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই হোয়াইট হাউসে এ বিশাল প্রকল্পটি উন্মোচনের কয়েক ঘণ্টা পর টেসলা ও স্পেসএক্স-এর প্রধান মাস্ক এ মন্তব্য করলেন।
Published : 23 Jan 2025, 05:36 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে শক্তিশালী করার লক্ষ্যে ডেটা সেন্টার তৈরিতে ওরাকল ও সফটব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওপেনএআই। ‘স্টারগেট’ নামের এ যৌথ প্রকল্পে আগামী চার বছরে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা। এমন ঘোষণার পরই তাদের এই এআই পরিকল্পনার সমালোচনা করেছেন ইলন মাস্ক।
মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন এই ধনকুবের দাবি করেছেন, মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রযুক্তি জায়ান্ট ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংকের কাছে পর্যাপ্ত অর্থ নেই।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই হোয়াইট হাউসে এ বিশাল প্রকল্পটি উন্মোচনের কয়েক ঘণ্টা পর টেসলা ও স্পেসএক্স-এর প্রধান মাস্ক এ মন্তব্য করলেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
স্টারগেট প্রকল্প সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ওপেনএআইয়ের এক পোস্টের জবাবে মাস্ক লিখেছেন, “তাদের কাছে আসলে অর্থ নেই।”
They don’t actually have the money
— Elon Musk (@elonmusk) January 22, 2025
এর পরের পোস্টে মাস্ক বলেছেন, “সফটব্যাংক-এর কাছে এক হাজার কোটি ডলারেরও কম অর্থ রয়েছে। আমার কাছে এর চেয়েও বেশি অর্থ আছে”।
SoftBank has well under $10B secured. I have that on good authority.
— Elon Musk (@elonmusk) January 22, 2025
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় আর্থিক সমর্থক মাস্ক। বর্তমানে হোয়াইট হাউসের এক বড় সরকারি দক্ষতা উন্নয়ন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বুধবার সকালে মাস্কের এমন পোস্টের সরাসরি জবাব দেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
মাস্কের পোস্ট শেয়ার করে এক্স-এ অল্টম্যান লিখেছেন, “তোমার অর্জনকে আমি সত্যিই সম্মান করি। আমার ধারণা, আমাদের সময়ের সেরা অনুপ্রেরণাদায়ক উদ্যোক্তা তুমি। তবুও বলছি সফটব্যাংকের তারল্য সম্পর্কে তোমার দাবি ভুল। আর এর কারণ তুমি অবশ্যই জানো।”
wrong, as you surely know.
want to come visit the first site already under way?
this is great for the country. i realize what is great for the country isn't always what's optimal for your companies, but in your new role i hope you'll mostly put 🇺🇸 first.
— Sam Altman (@sama) January 22, 2025
“আমি বুঝতে পারছি, দেশের জন্য যা ভালো তা সবসময় তোমার কোম্পানির জন্যও যে সেরা হবে, এমন নয়। তবে মার্কিন প্রশাসনে তোমার এই নতুন ভূমিকার জন্য আমি আশা করি, বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকার স্বার্থকেই প্রথমে রাখবে তুমি।”
এদিক, মাস্কের এ দাবির বিষয়ে মন্তব্যের জন্য সিএনবিসির অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই ও ওরাকল। সফটব্যাংকও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।