রহস্যময় রঙিন দাগ এবং অর্থবহ ইংরেজি শব্দের মাধ্যমে দেশের মানুষের মানুষকে রহস্যময় প্রহেলিকায় ফেলা প্রচারের অংশ ছিল বলে তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।
Published : 05 Feb 2025, 09:33 PM
নতুন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। চলতি মাসে এটি উন্মোচন করে ব্যাংকটি।
তাদের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, দেশব্যাপী বিলবোর্ডে রহস্যময় রঙিন দাগ এবং কিছু অর্থবহ ইংরেজি শব্দের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রিব্র্যান্ডিং প্রচার চালানো হয়।
রহস্যময় রঙিন দাগ এবং অর্থবহ ইংরেজি শব্দের মাধ্যমে দেশের মানুষের মানুষকে রহস্যময় প্রহেলিকায় ফেলা প্রচারের অংশ ছিল বলে তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।
নতুন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচনে বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপনের পাশাপাশি সামাজিক মাধ্যমেও প্রচরণা চালিয়েছে ব্যাংকটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “লোগোতে গ্রাহক নির্ভরতা ও বিশ্বাসের নতুন মেলবন্ধন এবং এমটিবির মূল্যবোধ ও গ্রাহকদের নিকট তাদের সার্ভিসকে আরও সম্প্রসারণে অঙ্গীকার পরিলক্ষিত হয়।
“লোগোতে ব্যবহৃত রংয়ে শক্তি ও সৃজনশীলতার প্রকাশ এবং প্রতিটি উপাদানে গ্রাহকদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।”