নারায়ণগঞ্জ ও ঢাকার কয়েকটি বিদ্যালয়ের শিশু কিশোরদের সম্পৃক্ত করার ভাবনা নিয়ে এবারের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।
Published : 05 Feb 2025, 09:39 PM
ভারতের কিংবদন্তি তবলাবাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনকে উৎসর্গ করে দুই দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত সম্মিলন শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জ ও ঢাকার কয়েকটি বিদ্যালয়ের শিশু কিশোরদের সম্পৃক্ত করার ভাবনা নিয়ে এবারের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বলে আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন লক্ষ্যাপারের আয়োজনে চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের উদ্বোধনী অধিবেশন বসবে বৃহস্পতিবার বেইলী স্কুল প্রাঙ্গণে।
এই অধিবেশনের বিষয় ‘শিশু-কিশোর অঙ্গনে শাস্ত্রীয় সংগীতের প্রসার - সুরের বীজ বুনি’।
লক্ষ্যাপারের সমন্বয়ক শাশ্বতী পাল বলেনছেন, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্কুলের প্রায় ৪০ জন শিশু-কিশোর শিল্পীর অংশগ্রহণে রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশিত হবে।
এছাড়া আরও থাকছে বেঙ্গল পরম্পরার শিক্ষার্থীদের অংশগ্রহণে যন্ত্র ও কন্ঠে শাস্ত্রীয় সংগীত পরিবেশনা এবং লক্ষ্যাপারের শিশু শিক্ষার্থীদের সম্মেলক খেয়াল পরিবেশনা।
শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরিক্ষণ থিয়েটার হলে সম্মিলনের দ্বিতীয় দিন শুক্রবার থাকছে ২টি অধিবেশন।
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে থাকছে বক্তৃতা ও আলাপন। এর বিষয় ‘শাস্ত্রীয় সংগীত: পরিপ্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা’। পরিচালনায় থাকবেন রেজোয়ান আলী।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় অধিবেশন। ওইদিন রাতভর থাকবে শাস্ত্রীয় সংগীতের আসর। কণ্ঠ, বাঁশী, সরোদ ও সারেঙ্গীতের মোট দশজন শিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে লক্ষ্যাপারের চতুর্দশ বার্ষিক সম্মিলন।