“ফেইসবুক একটা সুনামি তৈরি করে আমার প্রায় নয় লাখ ফলোয়ার মুছে দিয়ে প্রায় নয় হাজার তীরে রেখে গেছে। ফেইসবুকের রসিকতা কেমন যেন ভালোই লাগছে।”
Published : 12 Oct 2022, 03:06 PM
রহস্যজনকভাবে ফেইসবুক প্রোফাইল থেকে ফলোয়ার ‘হারাচ্ছেন’ সেলিব্রেটিরা। ঘটনার শিকার ভুক্তভোগীদের সবারই ফলোয়ার সংখ্যা নেমে এসেছে ১০ হাজারের নিচে।
আক্রান্তদের তালিকায় আছেন ফেইসবুক কাণ্ডারী মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বাংলাদেশের অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনও।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারকাদের অ্যাকাউন্টে হঠাৎ ফলোয়ার সংখ্যা কমে যাওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি ফেইসবুক বা এর মূল কোম্পানি মেটা।
১২ অক্টোবর সকাল থেকেই ফলোয়ার হারানো প্রসঙ্গে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা।
টুইটে তসলিমা লিখেছেন, “ফেইসবুক একটা সুনামি তৈরি করে আমার প্রায় নয় লাখ ফলোয়ার মুছে দিয়ে প্রায় নয় হাজার তীরে রেখে গেছে। ফেইসবুকের রসিকতা কেমন যেন ভালোই লাগছে।”
Facebook created a tsunami that wiped away my almost 900,000 followers and left only 9000 something on the shore. I kind of like Facebook's comedy.
— taslima nasreen (@taslimanasreen) October 12, 2022
এই বিড়ম্বনা থেকে রেহাই পাননি ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেও। একদিন আগেই জাকারবার্গের ফলোয়ার সংখ্যা প্রায় ১২ কোটি থাকলেও ১২ অক্টোবর তা তার পোস্ট পেইজে দেখাচ্ছে ৯৯৯৪ জনে।
আসলেই কমেছে ফলোয়ার সংখ্যা?
ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা তার অ্যাকাউন্টের পোস্ট পেইজে (অ্যাকাউন্টে গেলেই যে পেইজটি প্রথমে দেখায়) দেখাচ্ছে চার অংকে বা ১০ হাজারের কম। তবে, ফলোয়ারের বিস্তারিত লিংকে ট্যাপ করলে সেখানে আগের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজারের বেশি দেখাচ্ছে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রতিটি অ্যাকাউন্টেই একই ঘটনা দেখা গেছে- কেবল পোস্ট পেইজে সংখ্যা ১০ হাজারের নিচে।
‘আক্রান্ত’ সবই কি মিডিয়া সেলিব্রেটি?
এক কথায় উত্তর হলো ‘না’। বিভিন্ন সামাজিক মাধ্যম পোস্ট থেকে হঠাৎ ফলোয়ার হাপিস কাণ্ডের শিকার যারা হয়েছেন তাদের অনেকেই মিডিয়া সেলিব্রেটি হলেও সবাই নন। বরং পেশার চেয়ে তাদের সবারই মিল রয়েছে জনপ্রিয়তায়।
দেশে বা দেশের বাইরে যারাই এতে আক্রান্ত হয়েছেন, এদর সবাই জনপ্রিয় ব্যক্তি, ফেইসবুকে ফলোয়ার আছে অন্তত ১০ হাজারের বেশি।
কী হয়েছে আসলে?
এ ঘটনার জন্য সম্ভবত একটি বাগ দায়ী বলে উঠে এসেছে একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদনে।
স্যাটলকএক্সপ্রেস ডটকম নামে একটি প্রযুক্তি সাইট বলছে, “ফেইসবুকের একটি বাগের কারণে রাতারাতি লোকজনের লাখ লাখ ফলোয়ার নেই হয়ে গেছে।”
গ্রাউন্ডরিপোর্ট নামে অপর এক সাইট বলছে, “ফেইসবুকের এক ভুলের কারণে, লোকজনের লাখ লাখ ফলোয়ার হারিয়ে গেছে ফেইসবুক থেকে।”
অক্টোবরের শুরুতেই একই ধরনের বিড়ম্বনার শিকার হয়েছিল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ফেইসবুক অ্যাকাউন্ট।
সে সময়ে নিউজউইক জানিয়েছিল, প্রযুক্তির বাজারের সংশ্লিষ্টরা ধারণা করছেন, ফেইসবুক সম্ভবত নিজ প্ল্যাটফর্ম থেকে ব্যাপক সংখ্যক বট অ্যাকাউন্ট মুছে দিয়েছে। যে কারণে, হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা কমে গিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলোর।
কিন্তু ৩ ও ৪ অক্টোবরের ওই ঘটনারও কোনো ব্যাখ্যা দেয়নি মেটা। বট অ্যাকাউন্ট মুছে দেওয়ার কারণে ফলোয়ার সংখ্যা কমেছে, না কি কোনো বাগ থেকে এর সূত্রপাত, সে ব্যাপারে মুখ খোলেনি বিশ্বের বৃহত্তম সামাজিক মাধ্যমের মূল কোম্পানি।
তখন মিডিয়া কোম্পানিগুলোর ফলোয়ার সংখ্যা ১০-১৫ হাজার কমলেও এক ধাক্কায় ফলোয়ার সংখ্যা নির্বিশেষে ১০ হাজারের নিচে নামার ঘটনা ঘটেনি।
কী বলছেন আক্রান্তরা?
ব্যক্তিগত প্রোফাইলে ফলোয়ার কম দেখালেও সে বিষয়ে খুব একটা বিচলিত নন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা সাহা মিম।
“প্রোফাইলে ফলোয়ার কম দেখাচ্ছে, কিন্তু আমি সেখানে ক্লিক করলে আবার ঠিকটাই দেখতে পাচ্ছি। এতে খুব একটা সমস্যা হচ্ছে না। পেইজটাই বেশি ব্যবহার করা হয় বলে প্রোফাইলে ফলোয়ার কমে যাওয়া নিয়ে খুব একটা ভাবছি না,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
ব্লগার, অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক তার পেইজে রসিকতা করে বলেছেন, “অনেকে নাকি আমার একাউন্ট খুঁজে পাচ্ছে না ফেসবুকে!”
প্ল্যাটফর্মে তার এক লাখ ১২ হাজার ফলোয়ার থাকলেও প্রতিবেদনটি লেখার সময় দেখাচ্ছিল নয় হাজার সাতশ ৩৩ জন।