Published : 29 Jun 2023, 06:16 PM
আদালতে একযোগে হাজির হয়েছিলেন মাইক্রোসফট ও ফেডারেল ট্রেড কমিশনের আইনজীবীরা। শীর্ষ গেইম কোম্পানি কেনায় এই সফটওয়্যার জায়ান্টের উদ্যোগে বাধ সাধছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট সংস্থা।
বুধবারের চূড়ান্ত শুনানীতে মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা এবং অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ববি কোটিকও সাক্ষ্য দেন।
ছয় হাজার নয়শ কোটি ডলারের সম্ভাব্য ক্রয় চুক্তিটি গেইমিং শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহন হতে যাচ্ছে।
গেইমিং শিল্পে অনেক কোম্পানিই গেইম তৈরি করে। এদের মধ্যে অন্যতম শীর্ষ কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড, যাদের কল অফ ডিউটি গেইমিং ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গেইমগুলোর একটি। আবার অনেক কোম্পানি গেইম খেলার যন্ত্র বা কনসোল তৈরি করে, যেগুলোতে গেইম খেলতে হয়। এদের মধ্যে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে প্লেস্টেশন নির্মাতা সনি, এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট এবং উয়ি নির্মাতা নিনটেনডো।
কল অফ ডিউটি এখন মাইক্রোসফট, সনি বা নিনটেনডোর কনসোলে খেলা যায়। কিন্তু গেইমটির নির্মাতাকে মাইক্রোসফট কিনে নিলে তারা নিজেদের এক্সবক্সকে সুবিধা দেওয়ার লক্ষ্যে অন্য কনসোলের জন্য গেইমটি আর না-ও আনতে পারে, এই আশঙ্কায় আপত্তি করছে মার্কিন প্রতিযোগিতা কর্তৃপক্ষ ‘ফেডারেল ট্রেড কমিশন’ বা এফটিসি।
এর আগে এফটিসি মার্কিন ফেডারেল আদালতকে অনুরোধ করেছে ক্রয় চুক্তিটি সাময়িকভাবে আটকে রাখতে।
বুধবার আদালতের শুনানিতে মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা বলেন, কল অফ ডিউটি গেইমটি নিনটেনডো বা সনি’র কনসোলের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের জন্য “কৌশলগত বা আর্থিক কোনো দিক থেকেই লাভজনক নয়”।
কমিশনের প্রশ্নের জবাবে মাইক্রোসফট জানিয়েছে, তারা কল অফ ডিউটি গেইমটি অন্যান্য কনসাটের জন্যও লাইসেন্স করতে রাজি আছে।
কমিশন এর আগে ফেডারেল বিচারক জ্যাকলিন স্কট কর্লিকে অনুরোধ করে তার রায় কিছুদিনের জন্য স্থগিত রাখতে যেন কমিশনের নিজস্ব বিচারক মামলাটি পর্যবেক্ষণ করতে পারেন।
অতীতের বিভিন্ন অ্যান্টিট্রাস্ট মামলায় দেখা গেছে, এফটিসি’র দেওয়া যায় ফেডারেল আদালতে গিয়ে বাতিল হয়ে গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণে শীর্ষ সংস্থা ফেডারেল ট্রেড কমিশন। প্রেসিডেন্ট বাইডেনের আমলে এই সংস্থাটির কার্যক্রমে যথেষ্ট কঠোরতা এসেছে বলে প্রতিবেদনে বলেছে রয়টার্স।
বুধবার আদালতে অ্যাক্টিভিশন ব্লিজার্ড প্রধান ববি কোটিক বলেন, প্রায় ১০ কোটি খেলোয়াড় এই গেইমটি খেলেন। কোনো একটি প্লাটফর্ম থেকেও যদি কল অফ ডিউটি তুলে নেওয়া হয় তাহলে “রায়ট লেগে যাবে”।
এই গেইম কোম্পানি কেনায় যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই আপত্তি উঠেছে, এমন নয়।
মে মাসে ইউরোপীয় ইউনিয়নে নানা যুক্তিতর্ক শেষে গেইম কোম্পানিটি কেনায় মাইক্রোসফটের উদ্যোগে গ্রিন সিগন্যাল দেয়। তবে যুক্তরাজ্যে এই ক্রয় অনুমোদন পায়নি।