ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, অ্যামাজন প্রধান জেফ বেজোস ও ফেইসবুকের মুল কোম্পানি মেটা প্রধান মার্ক জাকারবার্গও যোগ দিচ্ছেন।
Published : 16 Jan 2025, 06:42 PM
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে প্রযুক্তি নেতাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাপল প্রধান টিম কুক ও গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই।
সোমবার ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, অ্যামাজন প্রধান জেফ বেজোস ও ফেইসবুকের মুল কোম্পানি মেটা প্রধান মার্ক জাকারবার্গও যোগ দিচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কুকের এ অনুষ্ঠানে উপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ। অন্যদিকে পিচাইয়ের অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
এসব প্রতিবেদন নিয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল ও গুগল।
ট্রাম্পের এই অভিষেক তহবিলে ১০ লাখ ডলার করে অনুদান দিচ্ছে অ্যামাজন, মেটা, ওপেনএআই, উবার, এয়ারক্রাফট নির্মাতা মার্কিন কোম্পানি বোয়িং, গুগল ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিরা।
গুগলের ‘গ্লোবাল হেড অফ গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি’-এর করণ ভাটিয়া বলেছেন, “ইউটিউবে লাইভস্ট্রিম ও আমাদের হোমপেইজে সরাসরি লিংক দিয়ে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সমর্থন জানাতে পেরে আনন্দিত বোধ করবে গুগল।”
এ অনুদানের তালিকায় তেল উৎপাদক শেভরন-এর নামও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে ২০ জানুয়ারি।