গফের মতে, যুক্তরাষ্ট্রের ‘ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্ট’-এর অধীনে সংস্থাটির প্রস্তাবিত জরিমানার ভিত্তি নেই।
Published : 13 Oct 2023, 12:05 PM
জরিমানা ও সুদ’সহ ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত দুই হাজার আটশ ৯০ কোটি ডলার কর পাওনা মাইক্রোসফটের কাছে --এমনই দাবি করেছে মার্কিন কর কর্তৃপক্ষ ‘ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)’।
এ অভিযোগের জবাবে এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের বৈশ্বিক কর ও কাস্টম বিভাগের ভিপি ড্যানিয়েল গফ বলেন, কোম্পানি নিজেদের কর্পোরেট কাঠামো ও অনুশীলন বদলে ফেলায় এর কোনো ভিত্তি নেই।
“অতীতে আইআরএস-এর অভিযোগে ভিত্তি থাকলেও আমাদের এখনকার ব্যবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” --বলেন গফ।
গফের মতে, যুক্তরাষ্ট্রের ‘ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্ট’-এর অধীনে সংস্থাটির প্রস্তাবিত জরিমানার ভিত্তি নেই। এর কারণ হিসেবে তিনি দাবি করেছেন, ওই আইনের সহায়তায় কোম্পানির এক হাজার কোটি ডলার পর্যন্ত কর কমে যেতে পারে।
মাইক্রোসফট আরও বলছে, ‘কস্ট শেয়ারিং’ নামে পরিচিত কোম্পানির আন্তর্জাতিক লভ্যাংশ স্থানান্তরের ব্যবস্থার সঙ্গে একমত নয় আইআরএস।
এ ছাড়া, আইআরএস-এর ‘প্রস্তাবিত সমন্বয় ব্যবস্থার’ সঙ্গে দ্বিমত করে সেটিকে ‘কঠোরভাবে চ্যালেঞ্জ’ জানানোর কথা বলেছে সফটওয়্যার কোম্পানিটি।
একই ব্লগে মাইক্রোসফট বলছে, তারা আগামী এক বছরের মধ্যে এর সুরাহার আশা করছে না। এদিকে, অ্যাক্টিভিশন অধিগ্রহণ নিয়ে এফটিসি’র করা এক মামলার বিপরীতেও সম্প্রতি বিজয়ী হয়েছে কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি চূড়ান্ত হতে পারে ১৩ অক্টোবর।