আর ব্যাটারি খরচ সামলানোর জন্যই, ফোনের কোন অ্যাপ সবচেয়ে বেশি শক্তি খরচ করছে সেটি দেখে নেওয়া প্রয়োজন।
Published : 09 Nov 2024, 03:29 PM
সব অ্যাপ একইভাবে তৈরি হয় না। কিছু অ্যাপ, বিশেষ করে থার্ড-পার্টি অ্যাপগুলো ডিভাইসের অতিরিক্ত ব্যাটারি খরচ করে। আর ব্যাটারির এ বাড়তি খরচ ফোনে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে।
আর ব্যাটারি খরচ সামলানোর জন্যই, ফোনের কোন অ্যাপ সবচেয়ে বেশি শক্তি খরচ করছে সেটি দেখে নেওয়া প্রয়োজন।
কীভাবে বিভিন্ন ফোনে এটি খুঁজে বের করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ের বিস্তারিত।
স্যামসাং
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ‘ব্যাটারি’ অপশনটি বেছে নিন। কেউ পুরনো অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণে থাকলে, ‘ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার’ অপশনে গেলে ‘ব্যাটারি’ অপশন পাবেন।
৩. ‘ভিউ ডিটেইলস’ অপশনটি বেছে নিন।
৪. ‘ব্যাটারি ইউসেজ’ গ্রাফের নিচে অ্যাপের তালিকায় চাপুন।
৫. শেষবার ফুল চার্জ হওয়ার পর থেকে বা শেষ সাত দিনের ব্যাটারি ব্যবহারের গ্রাফ দেখতে পারবেন। স্বাভাবিক ব্যাটারি ব্যবহারের বাইরে যদি গ্রাফে অস্বাভাবিক লম্বা লাইন দেখেন, তবে বুঝে নিতে হবে সে সময়ে ব্যবহার করা কোনো অ্যাপই অতিরিক্ত ব্যাটারি খরচ করছে।
আইফোন
১. প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন। সেখান থেকে ‘ব্যাটারি’ অপশনটি বেছে নিন।
২. ‘ব্যাটারি ইউসেজ বাই অ্যাপ’ অপশনে স্ক্রল করুন।
৩. একটি অ্যাপের ওপর চাপুন, অথবা ‘শো অ্যাকটিভিটি’ অপশনে চেপে নির্দিষ্ট অ্যাপ কতটা ব্যাটারি খরচ করছে তার বিস্তারিত দেখতে পারেন।
গুগল পিক্সেল
১. সেটিংস অ্যাপ চালু করুন। সেখান থেকে ‘ব্যাটারি’ অপশনটি বেছে নিন।
২. ‘ব্যাটারি ইউসেজ’ অপশনটি বেছে নিন।
৩. ড্রপ ডাউন মেনু থেকে ‘ভিউ বাই অ্যাপ’ অপশনটি বেছে নিন। এরপর, ‘ব্যাটারি ইউসেজ সিন্স লাস্ট ফুল চার্জ’ লেখার নিচে যে কোনো অ্যাপের ওপরে চাপুন।
৪. বেছে নেওয়া অ্যাপের ‘অ্যাপ ইউসেজ সিন্স লাস্ট ফুল চার্জ’ বিভাগটি দেখতেই বুঝতে পারবেন অ্যাপটি কতটা ব্যাটারি খরচ করছে।
ওয়ান প্লাস
১. সেটিংস অ্যাপ চালু করুন।
২. ‘ব্যাটারি’ অপশনটি বেছে নিন।
৩. ‘ব্যাটারি ইউসেজ ডিটেইলস’ অপশনে চাপুন।
৪. এবার গ্রাফ আসবে। গ্রাফের নিচে ব্যাটারি খরচ করেছে এমন অ্যাপের তালিকা দেখে নিন।