Published : 10 Aug 2023, 08:08 PM
মেটা প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে ‘সম্ভাব্য লোহার খাঁচায় লড়াই’ নিয়ে ইলন মাস্ক এখনও ডাক্তারের অনুমতির অপেক্ষায় থাকলেও এই দুই ধনকুবেরের কোম্পানিগুলো গ্রাহক বাজারে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাচ্ছে।
মাস্কের সামাজিক মাধ্যম ‘এক্স’কে চ্যালেঞ্জ জানাতে বৃহস্পতিবার নতুন আপডেট চালু করে চলতি লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মেটা। নতুন প্ল্যাটফর্মটি থেকে ইনস্টাগ্রামের বার্তায় পোস্ট শেয়ারিংয়ের, ছবি ও ভিডিও’তে কাস্টম টেক্সটের সুবিধা এবং ‘মেনশন’ নামের নতুন বাটন চালুর ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।
‘সেন্ড অন ইনস্টাগ্রাম’ নামের নতুন অপশনে থাকা ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে থ্রেডসের বিভিন্ন পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম বার্তায় পাঠানো যাবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক বৈঠকে কোম্পানির পণ্য প্রধান ক্রিস কক্স বলেছেন, ‘ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারকারীরা যেন গুরুত্বপূর্ণ থ্রেডস দেখতে পান’ তা নিশ্চিত করতেই মেটার এই পদক্ষেপ।
উন্মোচনের কেবল পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারী পাওয়া প্ল্যাটফর্মটিতে সম্পৃক্ততা কমে যাওয়া নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পরপরই কোম্পানির এই পদক্ষেপ এল। জাকারবার্গ একে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে বর্ণনা করলেও জুলাইয়ের শুরুতে উন্মোচিত সামাজিক মাধ্যমটিতে ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে মেটা।
এদিকে, ‘কাস্টম টেক্সট’ অপশনে থ্রেডস ব্যবহারকারীরা বিভিন্ন ছবি ও ভিডিও আপলোডের আগে তাতে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া ক্যাপশন বদলে বিকল্প টেক্সট বসানোর যাবে।
নতুন মেনশন বাটনের সহায়তায় থ্রেডস পোস্টে ব্যবহারকারীর প্রোফাইল ট্যাগ করার সুবিধা আগের চেয়ে সহজ হয়েছে। এ ছাড়া, মাস্টোডনের মতো অন্যান্য ‘ফেডিভার্স’ সমর্থিত প্ল্যাটফর্মে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের উপায়ও সহজ করেছে থ্রেডস।
“আপনি এখন থ্রেডস প্রোফাইলের লিংক বিভিন্ন সমর্থিত প্ল্যাটফর্মে যুক্ত করেও নিজের পরিচয় যাচাই করতে পারবেন।” --এক পোস্টে বলেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।
এনগ্যাজেট বলছে, থ্রেডসের মধ্যে গত কয়েক সপ্তাহে মেটার চালু করা সর্বশেষ সংযোজন এগুলো। সপ্তাহের শুরুতে কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা এর বহুল প্রতীক্ষিত ওয়েব সংস্করণ নিয়েও কাজ করছে। সেটি হলে অ্যাপটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে, যেখানে থাকবে উন্নত সার্চ সুবিধা।
এর পাশাপাশি, নতুন অ্যাপটিতে কালানুক্রমিক ফিড, ব্যবহারকারীর ফলোয়িং তালিকা সাজানোর ও লাইক করা পোস্ট দেখার মতো সুবিধা চালু করেছে মেটা।