স্পেন ও পর্তুগালের বেশ কয়েকটি শহর থেকে তোলা এ দৃশ্যের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Published : 20 May 2024, 05:32 PM
স্পেন ও পর্তুগালের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় রাতের আকাশকে নীল আলোকচ্ছটায় ভরিয়ে দিয়ে গেল ধূমকেতুর একটি টুকরো।
এই মনোমুগ্ধকর দৃশ্যটি সরাসরি দেখা এক ব্যক্তি বিষয়টিকে তুলনা করেছেন ‘সিনেমার দৃশ্যের’ সঙ্গে”।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এর একটি ভিডিও শেয়ার করেছে ‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)’, যা ধারণ করা হয়েছে সংস্থাটির নিজস্ব ‘ফায়ারবল ক্যামেরা’র মাধ্যমে।
☄️😍 ESA’s fireball camera in Cáceres, Spain, spotted this stunning meteor last night!
Our Planetary Defence Office are currently analysing the size and trajectory of the object to assess the chance that any material made it to the surface.
Credit: ESA/PDO/AMS82 - AllSky7 pic.twitter.com/gSU4unncQW
— ESA Operations (@esaoperations) May 19, 2024
সংস্থাটি প্রথমে বলেছিল, পশ্চিম স্প্যানিশ শহর ক্যাসেরেসের আকাশ জুড়ে যে নীল আলো ছড়িয়ে পড়ছে তা একটি ‘বিস্ময়কর উল্কা’, যা প্রতি সেকেন্ড প্রায় ৪৫ কিলোমিটার গতিতে ভ্রমণ করছে।
পরবর্তীতে ইএসএ জানায়, আলোটি আসলে ‘এক ধূমকেতুর ছোট টুকরো’ থেকে এসেছে ও এটি উল্কা নয়।
ধূমকেতুর এ টুকরোটির শেষ পরিণতি ঘটেছে আটলান্টিক মহাসাগরে।
“এর উল্কাপাত হওয়ার সম্ভাবনা খুবই কম,” বলেছে ইএসএ।
স্পেন ও পর্তুগালের বিভিন্ন শহর থেকে তোলা এ দৃশ্যের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Here's another view of a meteor that lit up Portugal's sky moments ago.pic.twitter.com/Mz87Soe2ib
— Travolax | Travel & Destinations 🌍 (@travolax) May 19, 2024
এতে দেখা যায়, একটি ধুমকেতুর টুকরা দ্রুতগতিতে আকাশ অতিক্রম করছে ও এর থেকে নীল ও সবুজ রঙের উজ্জ্বল আলোচ্ছটা বের হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, কোনো উল্কাতে ম্যাগনেসিয়াম পুড়ে গেলে, সেটি থেকে নীল-সবুজ রঙ বের হয়ে থাকে।
অন্যদিকে, ‘স্প্যানিশ ক্যালার অল্টো অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি’ বলেছে, স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে অবস্থিত ‘ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স’-এর প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, বস্তুটি আসলে একটি ‘ধূমকেতুর উৎস’ ছিল।
দক্ষিণ-পশ্চিম স্পেনের কাডিজ শহরের মেয়রের কার্যালয়ের প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় রাত ১২.৪৬ মিনিটে (যুক্তরাজ্যের সময় ১১টা ৪৬ মিনিটে) আগুনের গোলাটি আকাশ অতিক্রম করছে।
এমনকি পর্তুগিজ শহর বার্সেলোসে আয়োজিত এক কনসার্টে একজন গায়ক পারফর্ম করার সময়ও আকাশে এ ‘ধুমকেতুর টুকরোটি’ দেখা গিয়েছিল।
আরেক ভিডিওতে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর আকাশ কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল দেখা গেছে।
এ ছাড়া, এর মূল ঘটনা জানাতে অনেকেই বিভিন্ন জরুরী পরিষেবার সঙ্গে যোগাযোগ করেছেন।
মাদ্রিদ শহরের জরুরী সেবা ‘১১২’র এক মুখপাত্র সংবাদ সংস্থা ইউরোপা প্রেসকে বলেছেন, তারা এ বিষয় সংশ্লিষ্ট বেশ কিছু কল পেয়েছেন।
🇵🇹 | ÚLTIMA HORA
Un meteorito iluminó el cielo nocturno sobre Portugal. pic.twitter.com/osYYbzukyR
— UHN PLUS (@UHN_Plus) May 19, 2024
লিসবন শহরের ৩১ বছর বয়সী বাসিন্দা বার্নার্ডো তাবোর্দা রয়টার্সকে বলেছেন, তিনি বন্ধুদের সঙ্গে শহরের আশপাশে হাঁটছিলেন, তখন হঠাৎ করেই আকাশ উজ্জ্বল সবুজ হয়ে গেছে।
“এটা প্রায় দিনের আলোর মতো উজ্জ্বল দেখাচ্ছিল…. আমরা সবাই পিছনে ফিরে তাকালাম ও সেটা দেখলাম।”
“একেবারে সিনেমার মতো ছিল এটি, আমরা সবাই একে অপরের দিকে তাকিয়ে হতবাক হয়ে যাই। এটা খুবই বিস্ময়কর ছিল।”