২০২২ সালের ৩০ জানুয়ারি রাতে ওই কিশোরীকে বাড়ির পাশে বাঁশ বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।
Published : 22 Apr 2025, 03:34 PM
নাটোরের গুরুদাসপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া।
দণ্ড পাওয়া মো. মেহেদী হাসান (২২) গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বরাতে পিপি আব্দুল কাদের মিয়া বলেন, মেহেদী হাসান বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ৩০ জানুয়ারি রাত ১২টার দিকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ওই কিশোরীকে বাড়ির পাশে বাঁশ বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেন মেহেদী।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মেহেদীকে আসামি করে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২২ সালের ১৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম আদালতে অভিযোপত্র দাখিল করেন বলে জানান পিপি আব্দুল কাদের।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; যা ভুক্তভোগী কিশোরী পাবেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।