ক্যানভাস হল একটি ভার্চুয়াল ইন্টারফেইস স্পেস, যা প্রজেক্ট লেখা ও কোডিং করার মত কাজে প্রজেক্টের নির্দিষ্ট অংশে চ্যাটজিপিটি’র সঙ্গে পরামর্শের সুযোগ দেয়।
Published : 06 Oct 2024, 05:23 PM
কর্মক্ষেত্রে ব্যবহারে চ্যাটজিপিটির জন্য ক্যানভাস নামের নতুন একটি ইন্টারফেইস প্রকাশ করেছে এআই মডেলটির মালিক কোম্পানি ওপেনএআই।
নিজেদের অফিসিয়াল ব্লগে চ্যাটজিপিটির নতুন এ ওয়ার্কস্পেস ইন্টারফেইস প্রকাশ করেছে এআই জায়ান্টটি, এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই চ্যাটজিপিটি ‘প্লাস’ ও ‘টিম’ ব্যবহারকারীরা এ ইন্টারফেইস ব্যবহারের সুযোগ পেয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
চ্যাটজিপিটি ‘এন্টারপ্রাইজ’ ও ‘এডু’ ব্যবহারকারীরা আগামী সপ্তাহে এটি ব্যবহারের সুযোগ পেতে পারেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
ক্যানভাস হল একটি ভার্চুয়াল ইন্টারফেইস স্পেস, যা প্রজেক্ট লেখা ও কোডিং করার মত কাজে প্রজেক্টের নির্দিষ্ট অংশে চ্যাটজিপিটি’র সঙ্গে পরামর্শের সুযোগ দেয় ব্যবহারকারীদের।
চ্যাটজিপিটি’র মূল চ্যাট স্পেস ছাড়া একটি আলাদা উইন্ডো চালু হবে ক্যানভাসের জন্য। নতুন এ উইন্ডোতে ব্যবহারকারীরা লেখা বা কোড রাখতে পারবেন। ওপেনএআইয়ের ব্লগ অনুসারে, লেখা ও কোডগুলোর কিছু অংশ ব্যবহারকারীরা হাইলাইট করতে পারবেন যেখানে মডেলটি নজর দেবে এবং কপি রাইটার বা কোড পর্যালোচকের মতো দরকারি এডিট করতে পারবেন।
চ্যাটপজিপিটির প্রম্পটে ‘ইউজ ক্যানভাস’ টাইপ করে ম্যানুয়ালি এটি চালু করা যাবে। এ ছাড়া, সহায়ক হতে পারে এমন পরিস্থিতি শনাক্ত করতে পারলে ক্যানভাস স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে বলে উল্লেখ রয়েছে ব্লগ পোস্টে।
পাশাপাশি, বেশ কয়েকটি শর্টকাট রয়েছে যা লেখার এবং কোডিং প্রকল্পের জন্য ব্যবহার করা যেতে পারে। লেখার প্রজেক্টের বেলায়, লেখার দৈর্ঘ সমন্বয় ও এডিট নিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন ব্যবহার কারীরা। এটি লেখায় বিভিন্ন ইমোজিও যোগ করতে পারে।
এ ছাড়া, কোডাররা নিজেদের কোড পর্যালোচনা করে সেগুলো আরও ভালো করার জন্য চ্যাটজিপিটির থেকে ইনলাইন পরামর্শ যোগ করতে পারবেন। এটি ডিবাগিংয়ে সহায়তা করতে পারে, কোডটি আরও ভালো বোঝার জন্য লগ ও মন্তব্য যোগ হবে চ্যাটজিপিটির নতুন ইন্টারফেইসে।
ক্যানভাস মোডে জাভাস্ক্রিপট,টাইপস্ক্রিপ্ট,পাইথন,জাভা, সি++ বা পিএইচপি’র মতো ভিন্ন কোডিং ভাষার পোর্ট কোডিং এবং বাগও ঠিক করতে পারবে চ্যাটজিপিটি।