জানুয়ারির শেষ দিকে উন্মোচনের পর থেকে তাদের ‘ও৩’ মডেল ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে পাঁচগুণ।
Published : 21 Feb 2025, 04:18 PM
ফেব্রুয়ারিতে ৪০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছাড়িয়েছে ওপেনএআইয়ের টেক্সট জেনারেটর সেবা চ্যাটজিপিটি।
বৃহস্পতিবার কোম্পানির এক মুখপাত্র বলেছেন, ওপেনএআইয়ের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়টি ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রহণের দ্রুত বেড়ে যাওয়ার কথাই তুলে ধরেছে।
ডিসেম্বরে মাইক্রোসফট সমর্থিত এই স্টার্টআপটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০ কোটি। ফেব্রুয়ারিতে আর্থিক ফি’র ভিত্তিতে এ সেবা ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে, যা সেপ্টেম্বরে কোম্পানিটির সর্বশেষ আপডেটের চেয়ে দ্বিগুণেরও বেশি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
চীনের ডিপসিক এআই মডেল চালুর কয়েক সপ্তাহ পরে ওপেনএআইয়ের জন্য এই আশাব্যঞ্জক পরিসংখ্যান এলো। গত মাসে ডিপসিকের সর্বশেষ এআই মডেল চালু করে স্টার্টআপটি। গোটা বিশ্বে প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামিয়েছিল কোম্পানিটির সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।
রয়টার্স লিখেছে, ওয়াশিংটন চীনে তাদের রপ্তানি নিষিদ্ধ করার পরেও ডিপসিক কীভাবে নিজেদের এআই বিভিন্ন মডেলকে প্রশিক্ষণ দিতে এনভিডিয়ার ‘এইচ৮০০’ নামের চিপ পেয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, এসব চিপ বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিতেই ব্যবহৃত হয়।
ওপেনএআই বলেছে, গত ছয় মাসে তাদের বিভিন্ন ‘রিজনিং’ বা যুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন মডেলের ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি জানুয়ারির শেষ দিকে উন্মোচনের পর থেকে তাদের ‘ও৩’ মডেল ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে পাঁচগুণ।
ওপেনএআইয়ের সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যার খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।