প্রধান উপদেষ্টা বলেন, “আরও দেরি করা ঠিক হবে না। এখন সময় এসেছে কাগজে লেখা সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নে নেওয়ার।”
Published : 20 Apr 2025, 10:08 PM
ছোটবেলা থেকেই যাতে নাগরিক সচেতনতা তৈরি হয়, সেজন্য রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের শেখানো উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা এ কথা বলেন বলে তার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা পুরো প্রতিবেদনটি প্রকাশ করব, যাতে নাগরিক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব পক্ষ সহজেই এটি পড়তে ও বুঝতে পারেন। আমারা মনে করি, এসব সংস্কার স্কুল পর্যায় থেকেই পাঠ্য হওয়া উচিত।”
তিনি বলেন, “আরও দেরি করা ঠিক হবে না। এখন সময় এসেছে কাগজে লেখা সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নে নেওয়ার।”
তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন দীর্ঘ কয়েক মাস ধরে পরামর্শ, গবেষণা ও মাঠপর্যায়ের কাজ শেষে প্রতিবেদনটি প্রস্তুত করে।
প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশন প্রধান তোফায়েল আহমেদ বলেন, “আমরা চাই এই প্রতিবেদনটি ঐকমত্য কমিশন পর্যালোচনা করুক এবং পরবর্তী করণীয় নির্ধারণ করুক। প্রথম অংশে কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে।
“আর শেষের দিকে আমরা তুলে ধরেছি একটি ধারণা, যা হাজারো বাস্তবায়নের পথ দেখায়। এটি এমন একটি কাঠামো, যা বাস্তবমুখী ও প্রয়োগযোগ্য পরিবর্তনের পথ তৈরি করে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব করে তোলা। আমরা সম্পদ ব্যবস্থাপনার ওপর একটি পূর্ণাঙ্গ অধ্যায় সংযুক্ত করেছি। এতে স্থানীয় সরকার বিভাগকে তদারকির ভূমিকায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জবাবদিহিতা নিশ্চিত করা যায়।”
প্রতিবেদনে বিশেষভাবে ঢাকার স্থানীয় সরকার ব্যবস্থার সমস্যাগুলো তুলে ধরা হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, “বিভাগীয় অদক্ষতা এবং ঘুষ এখনো বড় বাধা। বড় প্রকল্প থেকে শুরু করে সাধারণ সেবা- সবক্ষেত্রেই দুর্নীতি সক্রিয় রয়েছে প্রকল্প, সেবা এবং বিভাগীয় তিনটি স্তরে। এই সমস্যাগুলো সমাধান না করতে পারলে ভালো শাসন কেবল কল্পনা হয়ে থাকবে।”
প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।