“বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রায় ৩৫ শতাংশ নারী বিচারক।”
Published : 20 Apr 2025, 10:10 PM
বাংলাদেশের নারীরা অচলায়তন ভেঙে আইনপেশায় যুক্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশে এক সময় সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা ছিল, আইনপেশা নারীদের জন্য উপযুক্ত নয়। আনন্দের বিষয় হল, আমাদের দেশের নারীরা সেই অচলায়তন ভেঙে আইনপেশায় যুক্ত হচ্ছেন।
“বাংলাদেশে মোট আইনজীবীর মধ্যে উল্লেখযোগ্য নারী রয়েছেন, যারা আদালতে মামলা পরিচালনায় প্রত্যক্ষ ভূমিকা রাখছেন।”
তিনি বলেন, “বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে নারী বিচারক মোট বিচারকের প্রায় ৩৫ শতাংশ, যারা দক্ষতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করছেন। উচ্চ আদালতে নারী বিচারকের সংখ্যা বর্তমানে ১০ জন। এ সংখ্যা আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের এক নম্বর এজলাসে এ অনুষ্ঠান হয়।
এতে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি একেএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।”