ভারতের এই নিজস্ব জিপিএস সিস্টেমের নাম ‘ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন সিস্টেম’ বা ন্যাভিক। এটি পাঁচটি স্যাটেলাইটের একটি গুচ্ছ।
Published : 29 Jan 2025, 04:49 PM
‘ভারতীয় জিপিএস’ বা ন্যাভিক সিস্টেমকে আরও জোরদারের লক্ষ্যে ইসরো’র ১০০তম উৎক্ষেপণে ‘এনভিএস-০২’ ন্যাভিগেশন স্যাটেলাইটকে কক্ষপথে পাঠিয়েছে দেশটি।
বুধবার সকাল ৬টা ২৩ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে ‘জিএসএলভি-এফ১৫’ রকেটে করে পৃথিবীর ‘জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট’ বা জিটিও কক্ষপথে স্যাটেলাইটটিকে পাঠায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
জিপিএস-এর পূর্ণ রূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার মাধ্যমে মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো কিছুর অবস্থান বের করা যায়। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন নিজস্ব জিপিএস সিস্টেম রয়েছে।
ভারতও নিজেদের জিপিএস সিস্টেমকে জোরদারের লক্ষ্যে কাজ করছে, তাদের এই নিজস্ব জিপিএস সিস্টেমের নাম ‘ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন সিস্টেম’ বা ন্যাভিক। এটি পাঁচটি স্যাটেলাইটের একটি গুচ্ছ।
এটি ২০২৫ সালে ইসরো’র প্রথম উৎক্ষেপণের পাশাপাশি সংস্থার নতুন চেয়ারম্যান ভি নারায়ণনের অধীনেও প্রথম উৎক্ষেপণ বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। ১৬ জানুয়ারি ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
স্যাটেলাইটের এই সফল উৎক্ষেপণের পর নারায়ণন বলেছেন, “এই বছরের প্রথম উৎক্ষেপণ সফলভাবে শেষ হয়েছে। জিএসএলভি-এফ ১৫ রকেটটি সফলভাবে এনভিএস-০১ স্যাটেলাইটকে সঠিক কক্ষপথে প্রবেশ করিয়েছে। আর এই মাইলফলকটি ইসরোর লঞ্চপ্যাড থেকে করা শততম উৎক্ষেপণ।”
ভারতের ‘ক্রায়োজেনিক আপার স্টেজ’ দিয়ে তৈরি ৫০.৯ মিটার লম্বা জিএসএলভি রকেটটি সাড়ে ২৭ ঘণ্টার কাউন্টডাউনের পর উৎক্ষেপিত হয়েছে। দেশটির ন্যাভিক সিরিজের দ্বিতীয় স্যাটেলাইট ‘এনভিএস-০২’কে মহাকাশে নিয়ে গিয়েছে এটি।
বেঙ্গালুরুর ‘ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার’-এর ডিজাইন ও ডেভেলপ করা এই স্যাটেলাইটটির ওজন প্রায় সোয়া দুই হাজার কেজি।
ন্যাভিক-এর লক্ষ্য হচ্ছে ভারত ও এর সীমানা পেরিয়ে ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত অঞ্চলের ব্যবহারকারীদের সঠিক অবস্থান, বেগ ও সময়ের ডেটা সরবরাহ করা।
এ সিরিজের প্রথম স্যাটেলাইট ‘এনভিএস-০১’ পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপিত হয়েছিল ২০২৩ সালের ২৯ মে।
ইসরো বলেছে, মাটি, পানি ও আকাশপথে নির্ভুল কৃষি ও সৈন্য ব্যবস্থাপনা, মোবাইলে অবস্থানভিত্তিক পরিষেবা, স্যাটেলাইটের কক্ষপথ নির্ধারণ, আইওটি অ্যাপ্লিকেশন এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন পরিষেবা দেবে এই ন্যাভিক স্যাটেলাইট গুচ্ছ।
সম্পূর্ণ দ্বিতীয় প্রজন্মের এই স্যাটেলাইট গুচ্ছে ‘এনভিএস-০১’ থেকে ‘এনভিএস-০৫’ পর্যন্ত মোট পাঁচটি স্যাটেলাইট থাকবে।