বেশ কয়েকটি ফোল্ডার ও ডিরেক্টরি রয়েছে যেখানে উইন্ডোজ ইনস্টল করা অ্যাপ সংরক্ষণ করে। কেউ এসব অ্যাপের অবশিষ্টাংশ খুঁজেতে চাইলে সেখানেই দেখতে হবে৷
Published : 04 Sep 2024, 04:17 PM
পিসি থেকে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সরালে ডিস্ক স্পেস বা জায়গা ফাঁকা হয়। তবে, আনইনস্টল করার পরেও কিছু অ্যাপের অবশিষ্টাংশ থেকে যেতে পারে, যা দখল করতে পারে পিসির মূল্যবান জায়গা।
এ প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক কীভাবে একটি অ্যাপ পুরোপুরি মুছে ফেলবেন।
১. রেজিস্ট্রি এন্ট্রি মুছুন
প্রথমেই সতর্কীকরণ! রেজিস্ট্রি এন্ট্রি নিয়ে আগে কাজের অভিজ্ঞতা না থাকলে এতে হাত না দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
কিছু অ্যাপ রেজিস্ট্রিতে প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করে, যেমন সেটিংস বা ট্রায়াল সময়কাল সম্পর্কে তথ্য। আর এসব অ্যাপ আনইনস্টল করলে নিজে থেকে রেজিস্ট্রি তথ্য মুছে যায় না। অর্থাৎ ম্যানুয়ালি সেগুলো মুছতে হবে।
তবে, রেজিস্ট্রিতে কোনো পরিবর্তনের সময় সতর্ক থাকুন; যে কোনো ভুলে উইন্ডোজ একেবারে অব্যবহারযোগ্য হয়ে যেতে পারে।
‘রান’ প্রোগ্রাম খুলতে কিবোর্ডের উইন্ডোজ ও ‘R’ বোতাম চাপুন। টেক্সট বক্সে “regedit” লিখুন এবং রেজিস্ট্রি এডিটর চালু করতে ‘ওকে’ অপশনে ক্লিক করুন। নিচের কি চালু করুন বা নিচের কি কপি করে স্ক্রিনের ওপরের অ্যাড্রেস বারে পেস্ট করুন:
“HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\”
এবারে যে অ্যাপটি আনইনস্টল করেছেন তার সঙ্গে যুক্ত কি খুঁজুন। এতে রাইট বা ডান ক্লিক করে ‘ডিলিট’ অপশনটি বেছে নিন।
কি মুছতে চান তা নিশ্চিত করতে ‘ইয়েস’ ক্লিক করুন৷ কি মোছার আগে সাবধানে দেখে নিন কারণ ভুল কি মুছলে সমস্যা হতে পারে।
২. থেকে যাওয়া ফোল্ডার নিজে থেকে সরান
বেশ কয়েকটি ফোল্ডার ও ডিরেক্টরি রয়েছে যেখানে উইন্ডোজ ইনস্টল করা অ্যাপ সংরক্ষণ করে। কেউ এসব অ্যাপের অবশিষ্টাংশ খুঁজেতে চাইলে সেখানেই দেখতে হবে৷
প্রথমে কিবোর্ডের উইন্ডোজ ও ‘ই’ বোতাম চেপে ফাইল এক্সপ্লোরার চালু করুন। এরপর ‘দিস পিসি’ বেছে নিন ও নিজের ইনস্টলেশন ড্রাইভ, সাধারণত ‘সি’ ড্রাইভ চালু করুন। এরপর ফোল্ডারের তালিকায় ‘প্রোগ্রাম ফাইলস’ ও ‘প্রোগ্রাম ফাইলস (এক্স৮৬)’ খুঁজে বের করুন। এখানে, আনইনস্টল করা প্রোগ্রামোগুলোর কোনো অবশিষ্ট ফোল্ডার খুঁজে পেলে সেগুলো মুছুন।
উইন+আর চেপে উইন্ডোজ রান চালু করুন। টেক্সট বক্সে “%appdata%” লিখুন এবং ওকে ক্লিক করুন। এটি “অ্যাপডেটা” ফোল্ডারে “রোমিং” সাবফোল্ডার খুলবে, যেখানে যে কোনো অপ্রয়োজনীয় ফোল্ডার ও ফাইল মুছে ফেলতে পারেন।
৩. টেম্পোরারি ফোল্ডার ডিলিট করুন
‘টেম্প’ ফোল্ডার হল সেই জায়গা যেখানে উইন্ডোজ ‘লঞ্চ কনফিগারেশন’ এবং বিভিন্ন অ্যাপ ক্যাশ ডেটা সংরক্ষণ করে। উইন্ডোজ পর্যায়ক্রমে ডেটা মুছে দেয়, সাধারণত কয়েক দিন পরে বা যখন নির্দিষ্ট জায়গা পূরণ হয়। কোনো অ্যাপ আনইনস্টল করার পর, কেউ চাইলে নিজে নিজেই ফোল্ডারের ভেতরের ডেটা থেকে মুক্তি পেতে পারেন।
প্রথমে উইন্ডোজ সার্চ অপশন থেকে ‘ডিস্ক ক্লিনআপ’ সার্চ করুন। যে ড্রাইভ থেকে অ্যাপটি ডিলিট করা হয়েছে সেটি বেছে নিয়ে ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
এবার ডিস্ক ক্লিকআপ মেনু থেকে নিচে স্ক্রল করে ‘টেম্পোরারি ফাইলস’ লেখা অপশনের পাশের বাক্সে টিক চিহ্ন দিন। পপ-আপ মেনু থেকে ‘ডিলিট ফাইলস’ অপশনটি বেছে নিন।
এ ছাড়া, সরাসরি টেম্প ফোল্ডার থেকে ফাইল ডিলিট করতে পারেন।
প্রথমে উন্ডোজ ও আর বোতাম চেপে উইন্ডোজ রান চালু করুন। এরপর টেক্সট বাক্সে “%temp%” লিখে ‘ওকে’ ক্লিক করুন।
টেম্প ফোল্ডারে, আনইনস্টল করা প্রোগ্রামটির সঙ্গে সম্পর্কিত ফাইল মুছে ফেলুন।
আনইনস্টল করা অ্যাপের অবশিষ্ট ফোল্ডার সরিয়ে ফেলা কেবল পিসির ফোল্ডারই পরিপাটি রাখে না বরং এতে ডিস্ক-এর জায়গাও খালি হয়।