বিভিন্ন পরিবর্তন এনে ‘ভিজ্যুয়াল স্যুট ২.০’ ফিচারটি চালু করল ক্যানভা। কোম্পানিটি বলেছে, কাজের প্রকৃতি মৌলিকভাবে বদলে দেবে এই ফিচার।
Published : 13 Apr 2025, 03:19 PM
জনপ্রিয় ডিজাইন অ্যাপ ক্যানভা এ যাবৎকালে তাদের সফটওয়্যারে সবচেয়ে বড় আপডেট এনেছে। বলা হচ্ছে, ক্যানভা সেবাকে নতুন করে ডিজাইন করেছে এই অ্যাপ নির্মাতা।
তারা বলেছে, এর মাধ্যমে শেষ হচ্ছে ডকুমেন্ট বা ফাইল তৈরির পুরনো পদ্ধতি।
পুনরায় ডিজাইন করা নতুন অ্যাপ চালুর লক্ষ্য হচ্ছে, বিভিন্ন দল কীভাবে কাজ করে তার পদ্ধতিতে পরিবর্তন আনা ও বিভিন্ন ধরনের ফরম্যাটে কাজের প্রচলিত ধারণাটি সরিয়ে ফেলা।
২০১২ সালে চালু হয়েছিল বিনামূল্যে অনলাইন ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। তখন থেকেই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
কোম্পানিটি বলেছে, ২০২২ সালে নতুন ‘ভিজুয়াল স্যুট’ ফিচার উন্মোচনের পর থেকে ১৪ কোটি ৫০ লাখেরও বেশি ব্যবহারকারী যোগ দিয়েছেন এতে।
এবার ‘ভিজুয়াল স্যুট ২.০’ ফিচারটি চালু করল ক্যানভা। এতে বিভিন্ন পরিবর্তন এনেছে তারা। কোম্পানিটি বলেছে, কাজের প্রকৃতি মৌলিকভাবে বদলে দেবে এই ফিচার।
এসব পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে, এর একটি ফিলোসফিক্যাল বা দার্শনিক পরিবর্তন, যা বিভিন্ন ধরনের ডিজাইন ফাইলের জন্য প্রচলিত নানা ফরম্যাটের ব্যবহারকে সরিয়ে দেবে।
যেমন– এ ফিচারের মাধ্যমে এখন একই রকম ডিজাইনে প্রেজেন্টেশন ও স্প্রেডশিট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
ক্যানভা বলেছে, এসব স্প্রেডশিট তৈরি সম্ভব কারণ, ‘ক্যানভা শিটস’ও চালু করেছে তারা, যা সংখ্যা হিসাবের একটি টুল। এক্সেল ও গুগল শিটস-এর মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে এ টুল এনেছে তারা। টুলটির মধ্যে এআইভিত্তিকসহ বিভিন্ন ফিচার রয়েছে, যা ডেটাতে থাকা বিভিন্ন প্যাটার্ন শনাক্ত করবে।
একটি এআইনির্ভর টুলও চালু করেছে ক্যানভা, যা ব্যবহারকারীদের এ সিস্টেমে একটি সহজ প্রম্পট দিতে ও নকশা তৈরিতে সাহায্য করবে। যেমন– ব্যবহারকারীরা কেবল একটি ডিজাইন তৈরিতে বা পরিবর্তন করতে সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবেন।
‘ক্যানভা কোড’ নামে আরেকটি নতুন টুল এনেছে ডিজাইন প্লাটফর্মটি, যা ব্যবহারকারীদেরকে ক্যানভার মধ্যে প্রোগ্রাম করারও সুযোগ দেবে। এটিও এআই ব্যবহার করে নতুন ইন্টারেক্টিভ ডিজাইন তৈরি করতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
ক্যানভা বলেছে, তাদের এসব এআই ফিচারওয়ালা নতুন টুল ‘ক্যানভা শিল্ড’-এর মাধ্যমে সুরক্ষিত থাকবে।
যার মধ্যে রয়েছে বিভিন্ন আউটপুট পরীক্ষার টুল ও ব্যবহারকারীদের ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে তা যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারে তা নিশ্চিত করার মতো বিষয়।