নেটওয়ার্ক না থাকলেও ব্লুটুথ সংযোগের মাধ্যমে নিকটবর্তী অপর অপো ফোনে কল করার ফিচার রেকর্ডেড একটি সেশনে বর্ণনা করেন ক্রিকেটার সাকিব আল হাসান।
Published : 11 Jul 2024, 04:50 PM
সম্প্রতি এআই ফিচারওয়ালা নতুন রেনো১২ সিরিজের ফোন দেশের বাজারে এনেছে স্মার্টফোন নির্মাতা অপো।
এ সিরিজের ফোনকে ‘মাস্টারপিস’ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুগান্তকারী এক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে কোম্পানিটি। বুধবার আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে ফোনটি উন্মোচন করে চীনা এ স্মার্টফোন নির্মাতা।
নতুন এই ফোনে ইমেজিং প্রযুক্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। অনুষ্ঠানে লাইভ ডেমনেস্ট্রেশনের মাধ্যমে উপস্থিত সংবাদকর্মী ও ডিলারদের এ বিষয়টি ব্যখ্যা করে অপো।
এই ডেমনেস্ট্রেশনে উপস্থিত হয়েছিলেন মডেল ও অভিনয়শিল্পী মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন দম্পতি। এতে কৃত্রিমভাবে তৈরি করা ‘পাবলিক প্লেসে’ দুজন দুজনের ছবি তুলে সেই ছবি থেকে ব্যাকগ্রাউন্ডের লোকজনকে এআইয়ের সাহায্যে মুছে ফেলা দেখিয়েছেন এই দম্পতি।
নেটওয়ার্ক না থাকলেও ব্লুটুথ সংযোগের মাধ্যমে নিকটবর্তী অপর অপো ফোনে কল করার ফিচার রেকর্ডেড একটি সেশনে বর্ণনা করেন ক্রিকেটার সাকিব আল হাসান।
রাফসান সাবাবের উপস্থাপনায় অনুষ্ঠানে স্টেজে রাখা চারটি ফোন সেটের ওপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেখান মডেল শান।
সিরিজের ‘রেনো১২ এফ’ ফোনে ৪৫ ওয়াট সুপারভুক’সহ পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।
অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং অনুষ্ঠানে বলেন, “ইন্ডাস্ট্রির সেরা অপো’র প্রযুক্তি ব্যবহারকারীর সঙ্গে ফোনের সম্পর্কে আমূল পরিবর্তন আনছে।”
“রেনো১২ সিরিজের মাধ্যমে ব্যবহারকারীর জীবনে এআইয়ের অসাধারণ সব সুবিধা প্রয়োগের সুযোগ দিয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই আমরা।”
অনুষ্ঠানে রেনো১২ এফ ৫জি ৮জিবি + ২৫৬জিবি, ১২জিবি + ২৫৬জিবি ও ১২জিবি+৫১২জিবি মডেলগুলোর মূল্য জানানো হয় যথাক্রমমে ৩৪ হাজার ৯৯০, ৪২ হাজার ৯৯০ ও ৫৯ হাজার ৯৯০ টাকা।