আইওএস ডিভাইসেও সীমিত পরিসরে এ ফিচারটি কাজ করে। তবে এতে শুধু নোটিফিকেশন, বার্তা ও কল সিংক করা যায়, তাও ব্লুটুথ দিয়ে।
Published : 28 May 2024, 05:42 PM
মাইক্রোসফটের ‘ফোন লিংক’ সফটওয়্যারের আসন্ন সংস্করণে এমন একটি ফিচার থাকছে, যা অ্যান্ড্রয়েড ফোনে সিংক করা বিভিন্ন ছবির টেক্সট বাছাই ও কপি করার সুযোগ দেবে ব্যবহারকারীকে।
ফিচারটি এরইমধ্যে ‘উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ বিল্ড’-এ চলে এসেছে, তাই শিগগিরই এটি সবার জন্য চালু হওয়ার সম্ভাবনা আছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
ব্যবহারকারীকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমওয়ালা কম্পিউটার থেকে নিজের অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন কল, বার্তা, নোটিফিকেশন ও ছবি সিংক করার সুযোগ দিয়ে থাকে ‘ফোন লিংক’ সফটওয়্যারটি (উইন্ডোজ ফোনের বেলায় ‘লিংক’)।
আইওএস ডিভাইসেও সীমিত পরিসরে এ ফিচারটি কাজ করে। তবে এতে শুধু নোটিফিকেশন, বার্তা ও কল সিংক করা যায়, তাও ব্লুটুথ দিয়ে।
গত বছর ‘টেক্সট এক্সট্র্যাকশন’ নামের সুবিধা চালু হয়েছিল উইন্ডোজের স্নিপিং টুলে। একই সময় ফোন লিংকে এসেছে ‘ইমেজ শেয়ার নোটিফিকেশন’ নামের ফিচারটি।
তাই সে সময় স্নিপিং টুলের মাধ্যমে ফোনের টেক্সট বের করা কিছুটা সম্ভব হয়ে উঠেছিল। তবে, নতুন আপডেটে ওই অতিরিক্ত ধাপ ছাড়াই অ্যাপের ভেতরই ছবি থেকে টেক্সট বের করা যাবে।
ফিচারটি ফোন লিংকের ‘1.24051.91.0’ সংস্করণে পাওয়া যাচ্ছে, যা ইনসাইডার প্রিভিউ বিল্ডের বেটা সংস্করণ ‘22635.3646’-এ পরীক্ষা করে দেখেছে ভার্জ।