‘ব্যাটলফিল্ড’ এর কারণে আরও দেরিতে আসবে ‘নিড ফর স্পিড’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2021 07:06 PM BdST Updated: 02 Mar 2021 07:06 PM BdST
-
ছবি: ইএ/ক্রাইটেরিয়ন গেইমস
গেইম নির্মাতা ইএ জানিয়েছিল, ২০২২ সালের মার্চ নাগাদ পরবর্তী ‘নিড ফর স্পিড’ এবং ‘ব্যাটলফিল্ড’ নিয়ে আসবে তারা। কিন্তু এখন এসে মত পাল্টেছে প্রতিষ্ঠানটি। ব্যাটলফিল্ডের স্বার্থে ‘নিড ফর স্পিড’ এর পরবর্তী কিস্তি আনার সময় আরও বছরখানেক পিছিয়েছে প্রতিষ্ঠানটি।
নিড ফর স্পিডের ডেভেলপার ক্রাইটেরিয়ন গেইমস এখন ব্যাটলফিল্ড তৈরিতে ইএ ডাইস-কে সহায়তা করছে। ব্যাটলফিল্ড গেইমের পরবর্তী কিস্তি শরতে আসার কথা রয়েছে। কিন্তু এখনও গেইমটির নাম ঠিক করেনি তারা। ব্যাপারটি সম্প্রতি জানিয়েছেন ইএ’র প্রধান স্টুডিও কর্মকর্তা লরা মিয়েলে।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যজেট উল্লেখ করেছে, এ বছর নতুন রেইসিং গেইম আনবে ইএ। মূলত কোডমাস্টারস প্রতিষ্ঠানটিকে কেনার সুবাদে আসছে গেইমটি।
কোভিড-১৯ মহামারীর এ সময়ে ইএ-এর এরকম সিদ্ধান্ত নেওয়াকে যৌক্তিক বলছে এনগ্যাজেট। এর আগে ডাইস-কে স্টার ওয়ারস ব্যাটলফ্রন্ট সিরিজ এবং ব্যাটফিল্ড ৫ এ ব্যাটল রয়্যাল মোড আনার কাজে সাহায্য করেছিলো ক্রাইটেরিয়ন।
গত বছর ‘নিড ফর স্পিড’ তৈরির কাজ হাতে নেয় ক্রাইটেরিয়ন। ‘নিড ফর স্পিড: হট পারস্যুট:’ এর রিমাস্টার্ড সংস্করণও গত বছর এনেছে প্রতিষ্ঠানটি। ব্যাটলফিল্ড তৈরির কাজ শেষ হলেই নিড ফর স্পিডের নতুন কিস্তি তৈরির কাজে হাত দেবে তারা। প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এবং অন্যান্য প্ল্যাটফর্মে আসবে গেইমটি।
মিয়েলে নতুন ব্যাটলফিল্ড গেইমের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও, শুধু জানিয়েছেন এটি “আমাদের ভক্তদের জন্য ভালোবাসার একটি চিঠি” হবে।
-
এক্সবক্স ক্লাউড গেইম এলো পিসি ও অ্যাপল ডিভাইসে
-
মঙ্গলাকাশে উড়ল পৃথিবীর কপ্টার ‘ইনজেনুয়িনিটি’
-
টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ
-
ক্লাবহাউসের প্রতিদ্বন্দ্বী একাধিক অডিও ফিচার আনছে ফেইসবুক
-
অ্যাপ স্টোরে ফেরার পথ পরিষ্কার হলো পার্লারের
-
নতুন তহবিল জুমের, বিনিয়োগ করবে স্টার্টআপে
-
আইনী বিষয় গুগলে অনুবাদ করছেন? সাবধান!
-
টেসলা গাড়ি দুর্ঘটনায় নিহত ২, ‘কেউ চালাচ্ছিল না’ বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল