চলতি বছর বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের প্রায় অর্ধেক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্ট চালিত হবে, রোববার বাজারবিষয়ক এক পরামর্শদাতা প্রতিষ্ঠান একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
Published : 29 Jul 2018, 06:03 PM
স্ট্র্যাটেজি অ্যানালিটিকস-এর তথ্যমতে, চলতি বছর বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৪৭.৭ শতাংশ স্মার্টফোনেই কোনো ধরনেই এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে। ২০১৭ সালে এই হার ছিল ৩৬.৬ শতাংশ, খবর আইএএনএস-এর।
ডিভাইসেই এআই রাখার প্রবণতা স্মার্টফোন নির্মাতাদের মধ্যে দ্রুত বাড়ছে। ২০২৩ সালের প্রায় ৯০ শতাংশ স্মার্টফোনে বিল্ট-ইন এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে স্ট্র্যাটেজি অ্যানালিটিকস-এর প্রতিবেদনে।
২০১৭ সালে সবচেয়ে বেশি এআই অ্যাসিস্ট্যান্টগুলোর তালিকায় শীর্ষস্থান ছিল গুগল অ্যাসিস্ট্যান্টের দখলে। এই এআই অ্যাসিস্ট্যান্টের হাতে ছিল বাজারের ৪৬.৭ শতাংশ শেয়ার। এরপরের অবস্থানে রয়েছে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, এর দখলে ছিল বাজারের ৪০.১ শতাংশ।
গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের বাজার শেয়ার বেড়ে চলতি বছর ৫১.৩ শতাংশ আর ২০২৩ সালে তা ৬০.৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।