আইএসএস-এ ১৫তম মিশনে যাচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2018 04:48 PM BdST Updated: 24 Jun 2018 04:48 PM BdST
-
ছবি- নাসা
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ১৫তম সরবরাহ মিশন পরিচালনা করতে যাচ্ছে নাসার বাণিজ্যিক কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান স্পেসএক্স।
মার্কিন মহাকাশ সংস্থা জানায়, ২৯ জুন এই মিশন পরিচালনা করবে স্পেসএক্স।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য ৫৯০০ পাউন্ড গবেষণার সরঞ্জাম, নভোচারীদের সরঞ্জাম এবং হার্ডওয়্যার পাঠানো হবে এই মিশনে। মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের সহায়তায় ড্রাগন ক্যাপসিউলে করে পাঠানো হবে মালামালগুলো-- খবর আইএএনএস-এর।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ার ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪০ থেকে রকেটটি উৎক্ষেপণ করবে স্পেসএক্স।
উৎক্ষেপণের পর ১০ মিনিটের মধ্যে প্রাথমিক কক্ষপথে পৌঁছাবে ড্রাগন ক্যাপসিউল। এরপর সৌরপাখা এবং ইঞ্জিন চালু করার মাধ্যমে এটিকে মহাকাশ কেন্দ্রে নেওয়া হবে।
২ জুলাই ক্যাপসিউলটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহাকাশ থেক ড্রাগন ক্যাপসিউলটি ধরতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্যানাডার্ম২ রোবোটিক হাতের কার্যক্রম পরিচালনা করবেন নাসা নভোচারী রিকি আরনল্ড। এ সময় তার সঙ্গে থাকবেন আরেক নাসা নভোচারী ড্রু ফুয়েস্টেল। এই কার্যক্রমের সময় মহাকাশযানটির সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন নাসা নভোচারী সেরেনা আউনন-চ্যান্সেলর।
ড্রাগন ক্যাপসিউলটি ধরার পর স্টেশনের বাহুটি ঘুরাতে এবং স্টেশনের হার্মোনি মডিউলের নিচে ক্যাপসিউলটি ইনস্টল করতে মিশন কন্ট্রোল থেকে হিউস্টোনে গ্রাউন্ড কমান্ড পাঠানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ