সাইবার আক্রমণের শিকার হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্প্রতি তিনি একটি স্টার্টআপে সমর্থন দেন। এই স্টার্টআপ ধীরে ধীরে তার রাজনৈতিক সমর্থকদের জন্য একটি
Published : 04 Sep 2017, 08:05 PM
সামাজিক মাধ্যম প্লাটফর্ম হয়ে উঠছিল। আক্রমণের শিকার হয় এই স্টার্টআপের সাইটটি।
প্রযুক্তি সাইট রিকোড-এর সূত্রমতে, রোববার রাতে হিলারি ভক্তদের কাছে ‘ভেরিট’ নামের একটি ওয়েবসাইটে তার ব্যক্তিগত অনুমোদনের কথা প্রকাশ করেন। এক টুইটে তিনি বলেন, “আমি ভেরিট-এ সাইন আপ করার জন্য উদগ্রীব হয়ে আছি, এটি ৬.৫৮ কোটি ব্যবহারকারীর একটি সামাজিক মাধ্যম! আপনারাও কি আমার সঙ্গে যোগ দেবেন আর সাইন আপ করবেন?”
এই ওয়েবসাইটের নির্মাতা পিটার ডাও বলেন, ভেরিট হচ্ছে হিলারি সমর্থকদের জন্য একটি অনলাইন হাব বানাতে তার প্রচেষ্টা।
এই হাবে সমর্থকরা সহজেই শেয়ার করতে পারবেন এমন খবর, পরিসিংখ্যান ও “মানুষ যে মূল বিষয়গুলো আলোচনা করছে সেগুলো নিয়ে তর্কের সময় আপনি সামাজিক মাধ্যম থেকে যে তথ্য নেন তা” খুঁজে পাবেন বলে মন্তব্য ডাও-এর।
ক্লিনটন-এর টুইটে উল্লেখ করা ‘৬.৫৮ কোটি’ সংখ্যাটা তার ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে প্রাপ্ত মোট ভোট সংখ্যা বলে উল্লেখ করা করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
ক্লিনটন-এর এই টুইটের পর ভেরিট লোড হওয়া বন্ধ করে দেয়। এটি ‘উল্লেখযোগ্য ও বড় ধরনের’ সাইবার আক্রমণের ফলে হয়েছে বলেই দাবি করেন ডাও।
এই সামাজিক মাধ্যম ওয়েবসাইটের হোস্টিং প্রতিষ্ঠান কোনটি তা জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছেন তিনি।