হোয়াটসঅ্যাপ-এ শেয়ার করা লিংকে ক্লিক করার বিষয়ে বিশ্বজুড়ে গ্রাহকদের সচেতন করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, এই লিংক ব্যবহার করে গ্রাহকের অ্যাকাউন্ট অরক্ষিত করার চেষ্টা করছে হ্যাকাররা।
Published : 26 Nov 2016, 08:50 PM
সম্প্রতি হোয়াটসঅ্যাপ-এ ভিডিও কলিং ফিচার চালু করা হয়। সেই সুযোগ নিয়েই গ্রাহককে বোকা বানিয়ে তার অ্যাকাউন্ট হ্যাক করছে হ্যাকাররা, জানিয়েছে আইএএনএস।
হ্যাকাররা গ্রাহকের ওয়েবসাইটে কৌশলে কিছু লিংক শেয়ারে করছে। এই লিংকে ক্লিক করলে তাদেরকে ত্রুটিপূর্ণ ওয়েবসাইটে নেওয়া হচ্ছে। যার ফলে তাদের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে যাচ্ছে।
প্রতিবেদনে গ্রাহকদের সতর্ক করে বলা হয়, “আপনি যদি এমন কোনো মেইল পান, যা আপনাকে বলছে এই ওয়েবসাইট ভিজিট করে ফিচারটি অ্যাক্টিভেট করুন, আপনি তা অবশ্যই ক্লিক করবেন না।”
হোয়াটসঅ্যাপ-এর ভিডিও কলিং ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোনে আপডেটের মাধ্যমে দেওয়া হবে। এটি আলাদাভাবে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
বর্তমানে বিশ্বব্যাপী প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ১০ কোটি কল করা হয় বলেও জানানো হয়েছে।