শুক্রবার ‘রোবোকল’ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে দেশটির ৩০টিরও বেশি বড় প্রযুক্তি ও যোগাযোগ প্রতিষ্ঠান।
Published : 20 Aug 2016, 06:08 PM
আগে থেকে বার্তা রেকর্ড করে তা স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারাইজড অটোডায়ালার দিয়ে গ্রাহকদের পাঠানো হয়, এই বিশেষ কল-এ রোবোকল বলা হয়। সাম্প্রতিক সময়ে এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর বাড়াবাড়ির কারণে, নিয়ন্ত্রকরা এই রোবোকল-কে ‘যন্ত্রণা’ হিসেবে উল্লেখ করেছেন, জানিয়েছে রয়টার্স। অধিকাংশ ক্ষেত্রেই এই কলগুলো টেলিবিপনণ প্রতিষ্ঠান ও প্রতারণাকারী প্রতিষ্ঠানগুলো থেকে পাঠানো হয়েছে।
টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি, ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, টেক জায়ান্ট অ্যাপল, আরেক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন আর মিডিয়া প্রতিষ্ঠান কমকাস্ট ‘রোবোকল স্ট্রাইক ফোর্স’-এ যোগ দিয়েছে। ইউ.এস. ফেডারেল কমিউনিকেশনস কমিশন-এ এ নিয়ে প্রথম বৈঠিক অনুষ্ঠিত হয়েছে।
“উন্নয়ন ত্বরান্বিত করতে ও নতুন টুল আর সমাধান আনতে মজবুত পরিকল্পনা”-নিয়ে এই স্ট্রাইক ফোর্স চলতি বছর ১৯ অক্টোবর এফসিসি-এর কাছে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে এটিঅ্যান্ডটি-এর প্রধান নির্বাহী র্যান্ডাল স্টিফেনসন, তিনি এই গ্রুপের চেয়ারম্যান।
স্ট্রাইক ফোর্স কলার আইডি ভেরিফিকেশন নীতিমালা প্রণয়নের আশা প্রকাশ করেছে। এর মাধ্যমে প্রতারণামূলক নাম্বার থেকে আসা কলগুলো ব্লক করতে সহায়তা করা হবে।
চলতি বছর জুলাইয়ে এফসিসি চেয়ারম্যান টম হুইলার বড় বড় প্রতিষ্ঠানগুলোকে রোবোকল ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শুক্রবার হুইলার বলেন, “এই যন্ত্রণা অবশ্যই বন্ধ হওয়া উচিত।” রোবোকল-কে গ্রাহকদের এক নাম্বার অভিযোগ হিসেবে অভিহিত করেছেন তিনি।
স্ট্রাইক ফোর্স-এ অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্ল্যাকবেরি, ব্রিটিশ টেলিকমিউনিকেশনস, চার্টার কমিউনিকেশনস, ফ্রন্টিয়ার কমিউনিকেশনস, এলজি ইলেকট্রনিক্স, মাইক্রোসফট, নোকিয়া, কোয়ালকোম, স্যামসাং ইলেকট্রনিক্স, সিরিয়াস এক্সএম হোল্ডিংস, টি-মোবাইল ইউএস আর ইউএস সেলুলার।