মেশিন লার্নিং অ্যালগরিদমের নির্ভুলতার ফলে, রোবটের পৃষ্ঠে বা গায়ে বিভিন্ন সংখ্যা লিখলে সেগুলোও শনাক্ত করতে পেরেছিল সেটি।
Published : 24 Aug 2024, 03:34 PM
ব্যয়বহুল কৃত্রিম ত্বক ছাড়াই রোবটদের স্পর্শের অনুভূতি দেওয়ার এক উপায় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
বাইরের শক্তি ও চাপ ঠিকভাবে শনাক্ত করতে রোবটের ভেতরের সেন্সরে সংকেত ব্যাখ্যার জন্য কৃত্রিম ত্বকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন জার্মান অ্যারোস্পেস সেন্টারের একটি দল।
নতুন এ পদ্ধতি ব্যবহুল ‘বায়োমেট্রিক স্কিন’ ও সেন্সরের প্রয়োজন কমাবে, বলেছেন গবেষকরা। পাশাপাশি, রোবট পরিচালনার প্রচলিত পদ্ধতি আরও নমনীয় হতে এবং তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়াতেও এটি সাহায্য করবে বলে যোগ করেছেন তারা।
দলটির তৈরি এক ধারণার মধ্যে ভার্চুয়াল বোতাম, সুইচ এবং স্লাইডার বার যোগ করা হয়েছে, যা রোবটের কাঠামোর যে কোনও জায়গায় অবাধে স্থাপন করে কনফিগার করা যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
“সেটআপটি নির্দিষ্ট টাচ সেন্সর ছাড়াই শারীরিক স্পর্শ শনাক্ত করতে দেয় রোবটিকে।”
মেশিন লার্নিং অ্যালগরিদমের নির্ভুলতার ফলে, রোবটের পৃষ্ঠে বা গায়ে বিভিন্ন সংখ্যা লিখলে সেগুলোও শনাক্ত করতে পেরেছিল সেটি। আর বিষয়টি রোবট ও মানুষের যোগাযোগে সম্ভাব্য সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
“আমরা রোবটটিকে আশপাশের পরিবেশ অনুভব করতে এবং সঠিক জায়গায় ও সময়ে মানুষের করা স্পর্শ বোঝাতে পেরেছি।” – প্রযুক্তিগত অগ্রগতির বিশদ বিবরণ দিয়ে এক গবেষণা পত্রে লিখেছেন গবেষকরা।
“এটি মানুষ ও রোবটের মধ্যে আরও ভালো যোগাযোগের জন্য আবিষ্কার না হওয়া সুযোগ সামনে আনে।”
“আমাদের কাজে প্রস্তাবিত স্পর্শের অনুভূতি, মানুষ ও রোবটের শারীরিক সংযোগের উন্নত বিভাগের ভিত্তি হিসাবে কাজ করতে পারে, যা এখনও সম্ভব হয়নি।”
“ইন্ট্রিনসিক সেন্স অফ টাচ ফর ইনটিউটিভ ফিজিকাল হিউম্যান-রোবট ইন্টারঅ্যাকশন” শীর্ষক গবেষণা পত্রটি বুধবার সায়েন্স রোবোটিকস জার্নালে প্রকাশিত হয়েছে।