ফোনের গ্যালারিতে থাকা বিভিন্ন ছবির মধ্যে থেকে পছন্দসই কোনো ছবি বেঁছে নিয়ে, তা দিয়েই নিজের পছন্দের ইমোজি তৈরি করা যাবে।
Published : 06 Apr 2024, 02:48 PM
ফেইসবুকের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানে অনেক সময়েই ব্যবহার করা হয় ইমোজি। আর এই ইমোজিগুলো একটি ভাষার মতোই হয়ে গিয়েছে। কেবল ছোট্ট একটি ছবির মাধ্যমেই প্রকাশ করা যায় মানুষের চিন্তাভাবনা ও অনুভূতি। কোনো টেক্সট মেসেজের দ্রুত প্রতিক্রিয়া জানাতে, এমনকি মানুষের সঙ্গে কথা বলতে না চাওয়ার মতো ক্ষেত্রেও ব্যবহার করা যায় এটি।
তবে, নানা ধরনের ইমোজি থাকলেও অনেক সময় মানুষের নির্দিষ্ট অবস্থা বোঝানোর মতো ইমোজি না-ও পাওয়া যেতে পারে। আর ঠিক এ কারণেই সম্ভবত গুগল এনেছে অ্যান্ড্রয়েডের ‘ফটোমোজি’ ফিচার।
ফটোমোজি ফিচারটি শুধু কাজেরই না, এটি বেশ মজারও। ফোনের গ্যালারিতে থাকা বিভিন্ন ছবির মধ্যে থেকে পছন্দসই কোনো ছবি বেছে নিয়ে, সেই ছবি দিয়েই নিজের পছন্দের ইমোজি তৈরি করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট জেডডিনেট।
ফিচারটির একমাত্র কমতি হল, ইমোজিগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে। তাই কেউ যদি বড় আকারের ক্যামেরার ছবি থেকে একটি সুন্দর ছোট ইমোজি আশা করেন, তবে হতাশ হবেন। তবুও, ফিচারটি বেশ মজার ও চেষ্টা করে দেখার মতো।
কীভাবে তৈরি করবেন ফটোমোজি? চলুন দেখে নেওয়া যাক।
১. গুগল মেসেজেস অ্যাপটি চালু করুন
গুগল মেসেজ অ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন, যেখান থেকে প্রথম ফটোমোজি পাঠাবেন। তবে, এমন কাউকেই বেছে নিন যাকে ফটোমোজি পাঠালে বিরক্ত হবেন না।
২. ইমোজি ফিচারটি খুলুন
টেক্সট মেসেজের বার, বা যেখানে বার্তা লিখতে হয়, তার একদম বাম দিকের ছোট ‘স্মাইলি ফেইস’ বা হাসতে থাকা মুখের ওপর ট্যাপ করে চালু করে নিন অ্যাপের ইমোজি ফিচার।
৩. ফটোমোজি চালু করুন
ইমোজি ফিচার বারের বাম দিকে ফটোমোজি ট্যাব দেখা যাবে, সেখানে ট্যাপ করুন। যদি অপশনটি দেখা না যায়, তবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে ফোনটি। এ ছাড়া, ফোনে ফটোমোজি ফিচারের সাপোর্ট না থাকলেও ট্যাবটি দেখতে পাওয়া যবে না।
৪. ফটোমোজি তৈরি করুন
ফটোমোজি ট্যাব খুললে ‘ক্রিয়েট’ অপশন দেখা যাবে, সেখানে প্রেস করলেই ‘অ্যান্ড্রয়েড ফটো পিকার’ ফোনের ক্যামেরা থেকে নেওয়া সব ছবি দেখাবে। ফোনে থাকা সব ছবির সংগ্রহ দেখা যাবে সেখানে, অথবা নিচের ক্যামেরা আইকনে ট্যাপ করে একেবারে নতুন একটি ছবিও তোলা যাবে।
৫. ফটোমোজি পাঠান
ছবি বাছাই করার পর, বাকি কাজ অ্যান্ড্রয়েডের এআই করে দেবে। ছবির ‘সাবজেক্ট’ ছাড়া ছবি থেকে সবকিছু সরিয়ে ফেলবে। যে ইমোজিটি তৈরি হবে সেটি পছন্দ হলে ছবিতে থাকা ‘সেন্ড’ বাটনে চাপ দিলেই ফটোমোজি চলে যাবে প্রাপকের ইনবক্সে। পাশাপাশি, পরবর্তীতে ব্যবহারের জন্য ইমোজিটি ফটোমোজি কালেকশন বা সংগ্রহে যোগ করে রাখা হবে।
অ্যান্ড্রয়েডের নতুন ফটোমোজি ফিচারটি ঠিক এভাবেই ব্যবহার করা যায়। টেক্সটের এ মজার সংযোজন, যোগাযোগের মাধ্যমকে আরও দক্ষ, সুরক্ষিত না করতে পারলেও, ফিচারটিকে ‘ইউনিক’ বলে উল্লেখ করেছে জেডডিনেট।