Published : 08 Jun 2024, 05:20 PM
বাজারে আসছে বিখ্যাত ফ্রাঞ্চাইজ হ্যারি পটারের জাদুর দুনিয়া হগওয়ার্টসভিত্তিক স্পোর্টস ঘরানার, মাল্টিপ্লেয়ার গেইম ‘হ্যারি পটার: কুইডিচ চ্যাম্পিয়নস’।
গেইমটি কনসোল ও পিসিতে ৩ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। গত বছর মুক্তি পাওয়া ফ্রাঞ্চাইজটির আরেক জনপ্রিয় গেইম ‘হগওয়ার্টস লিগাসি’র সঙ্গী হতে যাচ্ছে গেইমটি।
বছরের পর বছর ধরে পাঠক আর দর্শকদের বিমোহিত করে রাখা ‘হ্যারি পটার’ সিনেমার অন্যতম আর্কষণীয় একটি অংশ ছিল ‘কুইডিচ’ খেলা। আর নতুন গেইমটি, গেইমারদের কুইডিচ খেলারই সম্পূর্ণ স্বতন্ত্র অভিজ্ঞতা দেবে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। কুইডিচ খেলার পাশাপাশি, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতামূলক মাল্টিপেয়ার সেটিংয়ে, জাদুর ঝাড়ুতে করে অন্যান্য ‘অ্যাডভেঞ্চার’-এ যেতে পারবেন তারা।
গেইমটি তৈরি করেছে ‘আনব্রোকেন স্টুডিওস’, ‘সুইসাইড স্কোয়াড: কিল দ্য জাস্টিস লিগ’ শিরোনামের গেইমে কাজ করার জন্য বিশেষ পরিচিত কোম্পানিটি। এ ছাড়া, জনপ্রিয় মার্কিন গেইম প্রকাশক ‘ওয়ার্নার ব্রাদার্স গেইমস’-এর ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে হ্যারি পটারভিত্তিক নতুন গেইমটি।
‘হ্যারি পটার: কুইডিচ চ্যাম্পিয়ন্স’ গেইমটি পিএস৫, পিএস৪, সুইচ কনসোল, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান এবং পিসির জন্য প্রকাশ পাওয়ার কথা রয়েছে। গেইমটি খেলার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
এটি সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ‘প্লেস্টেশন প্লাস’ সাবস্ক্রিপশন পরিষেবার সদস্যরা বিনামূল্যে খেলতে পারবেন। এ ছাড়া, গেইমটির দাম ৩০ ডলার হতে পারে বলে লিখেছে এনগ্যাজেট।
এরইমধ্যে, নতুন গেইমের ট্রেইলার প্রকাশ পেয়েছে। হ্যারি, রন, হারমায়োনির মতো পরিচিত চরিত্রের পাশাপাশি উইজলি পরিবারের যমজ দুই ভাই ও ভিক্টর ক্রামের মতো কম জনপ্রিয় চরিত্রদের দেখা গেছে ট্রেইলারে।