দেশের ইন্টারনেট অবকাঠামো ও নিরাপত্তায় নিয়োজিত প্রকৌশলীদের এই সংগঠনটি একইসঙ্গে পালন করছে তাদের দশম বর্ষপূর্তি।
Published : 13 Jul 2024, 12:45 PM
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ (বিডিনগ)-এর ১৮ তম সম্মেলন চলছে সৈকত নগরী কক্সবাজারে। দেশের ইন্টারনেট অবকাঠামো ও নিরাপত্তায় নিয়োজিত প্রকৌশলীদের এই শীর্ষ সংগঠনটি একইসঙ্গে পালন করছে তাদের দশম বর্ষপূর্তি।
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে ১২ জুলাই শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৫ তারিখ পর্যন্ত।
প্রথমদিন উদ্বোধনী আয়োজনের পাশাপাশি এতে শেষ দিন পর্যন্ত প্রকৌশলীদের জন্য নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং, এবং অ্যাডভান্সড বিজিপি ও আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণ চলবে।
প্রধান অতিথি হিসাবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় তিনি এ ধরনের প্রযুক্তি ভিত্তিক সম্মেলন ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কক্সবাজারকে বেছে নেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
“আমারদের প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ আর সে উদ্যোগে আপনারা হচ্ছেন পেছনের কারিগর। বিডিনগ সম্মেলনের মতো আয়োজন স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমকে আরও বেগবান করবে।” - বলেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বিডিনগ ট্রাস্টি ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম ও বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব।
সুমন আহমেদ সাবির বলেন, “বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করে আসছি আমরা।”
“১০ বছর আগে আমরা যখন এই সম্মেলন শুরু করেছি, তখনকার সঙ্গে তুলনা করলে এখন আমাদের ইন্টারনেট প্রকৌশলীরা আরও অনেক বেশি দক্ষ। এই দক্ষ মানব সম্পদ তৈরিতে বিডিনগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
আইএসপিএবি’র ইমদাদুল হক বলেন, নিয়মিত বিডিনগ সম্মেলনের মাধ্যমে তৈরী দক্ষ প্রকৌশলীরা ইতোমধ্যে বিদেশে নিজেদের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে, আমরা আশাকরি যৌথভাবে আরও অধিক সংখ্যক প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধিতে আমরা অবদান রাখতে পারবো।
আমিনুল হাকিম বলেন, “আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে হলে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে।”
“এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে গত কয়েক বছর আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
এর আগে দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন কারিগরি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো সফটওয়্যার ডিফাইনড নেটওয়ার্কিং, কনসেপ্টস অ্যান্ড প্রাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন্স; এনহ্যান্সিং সিমলেস এক্সেস ইউজিং টাইগারফেড; ওপেনসোর্স টিসিপি অর নেটপ্লো লগ সার্ভার ইউজিং গ্রেলগ; ম্যাক্সিমাইজিং নেটওয়ার্ক ইফেসিয়েন্সি উইথ লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউলস (এলএলএম); ডাটা সেন্টার ডিজাইন কনসিডারেশন ফর বাংলাদেশ; জিওলোকেশন অ্যান্ড জিওফিড ইমপ্লিমেন্টেশন; আইপিভিসিক্স ডেপ্লয়মেন্ট প্ল্যানিং অ্যান্ড সিকিউরিটি কনসিডারেশন্স; ডিএনএস ট্রাবালশুটিং- অ্যাজাম্পশন্স অ্যান্ড প্রবলেম ব্রেকডাউন ইত্যাদি।
এ ছাড়া ‘বিয়ন্ড বাউন্ডারিজ: এক্সপ্লোরিং ক্লাউড নেটওয়ার্ক অপারচুনেটিজ অ্যান্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যাক্রস আইএসপি, ব্যাংকিং অ্যান্ড এন্টারপ্রাইজ সেক্টরস’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।