আগামী অর্থবছর থেকে আইটি খাতের বেশ কিছু সেবার আয়ের ওপর কর আরোপ হতে যাচ্ছে।
Published : 06 Jun 2024, 07:25 PM
তথ্যপ্রযুক্তি খাতের যেসব সেবা কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল তার আওতা কমিয়ে আনার প্রস্তাব এসেছে বাজেটে।
ফলে আগামী অর্থবছর থেকে আইটি খাতের বেশ কিছু সেবার আয়ের ওপর কর আরোপ হতে যাচ্ছে। যারা এই সুবিধা পাবে, তাদেরও মানতে হবে শর্ত।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, সেখানে ‘ক্যাশলেস’ হওয়ার শর্তে আগামী তিন বছরের জন্য তথ্যপ্রযুক্তি খাতের ১৯টি ব্যবসাকে করমুক্ত রাখার প্রস্তাব করেছেন।
এই ১৯টি ব্যবসা হচ্ছে-
• এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট
• ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট
• রোবোটিকস প্রসেস আউটসোর্সিং
• সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস সাইবার সিকিউরিটি সার্ভিস
• ডিজিটাল ডেটা অ্যানালিটিকস ও ডেটা সায়েন্স
• মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস
• সফটওয়্যার ডেভেলপমেন্ট ও অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন
• সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস
• ওয়েব লিস্টিং
• ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস
• আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস
• জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস
• ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট
• ডিজিটাল গ্রাফিকস ডিজাইন
• ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং
• ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন
• আইটি ফ্রিল্যান্সিং
• কল সেন্টার সার্ভিস
• ডকুমেন্টে কনভারশন, ইমেজিং, ডিজিটাল আর্কাইভিং
আইসিটি খাতের মোট ২৭টি ব্যবসা দীর্ঘদিন ধরে কর অব্যাহতির সুবিধা পেয়ে আসছিল। ২০২০-২১ অর্থবছরে এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হলে নতুন করে চার বছরের জন্য তা বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন।
নতুন বাজেটে শর্তসাপেক্ষে ১৯টি সেবায় কর অব্যাহতি দেওয়ায় বেশ কিছু সেবা করের আওতায় আসবে।
• নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন)
• আইটি প্রসেস আউটসোর্সিং
• ওয়েবসাইট হোস্টিং
• ওভারসিজ মেডিকেল ট্রান্সক্রিপশন
• সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান সার্ভিস
• ক্লাউড সার্ভিস
• সিস্টেম ইন্টিগ্রেশন
এ খাতের শীর্ষ পাঁচ সংগঠন গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি সুবিধা আরও সাত বছর বাড়ানোর দাবি জানিয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে এ কর অব্যাহতি সুবিধা প্রয়োজন। না হলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে।
কর অব্যাহতি ছাড়াও ভ্যাটের ক্ষেত্রেও হ্রাসকৃত ভ্যাট দেওয়ার সুবিধা পেয়ে আসছে এ খাতের প্রতিষ্ঠানগুলো। বর্তমানে ভ্যাটের হার হার ১৫ শতাংশ হলেও এ খাতে ভ্যাটের হার ৫ শতাংশ।