“তবে, এর লঞ্চপ্যাড এখন নিরাপদ ও সুরক্ষিত। এ ছাড়া, পরিস্থিতিও নিয়ন্ত্রণের মধ্যে আছে এমনকি সব ধরনের তাৎক্ষনিক বিপদও এড়ানো গেছে।”
Published : 21 Aug 2024, 02:42 PM
যুক্তরাজ্যের স্পেসপোর্টে পরীক্ষা চলাকালীন একটি রকেট বিস্ফোরিত হয়েছে। বিশাল আকারের অগ্নিকুণ্ড তৈরি হয়েছে এর ফলে।
মহাকাশযানটি আগুনে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। নির্মাতাদের দাবি, এটি একটি ‘অসঙ্গতি’ ছিল, যার ফলে তাদের মিশনের ‘একটি ধাপ ক্ষতির মুখে পড়েছে’।
‘শেটল্যান্ডস’ স্পেসপোর্টে এ পরীক্ষা চালানো মহাকাশযান নির্মাতা কোম্পানিটি বলছে, তারা শিগগিরই নিজেদের নিয়মিত কার্যক্রমে ফেরার চেষ্টা করছে।
গেল সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টা ৪২ মিনিটে জার্মানভিত্তিক অ্যারোস্পেস কোম্পানি ‘রকেট ফ্যাক্টরি অগসবার্গ (আরএফএ)’ ঘোষণা দেয়, শেটল্যান্ড দ্বীপপুঞ্জে অবস্থিত সাক্সাভোর্ড স্পেসপোর্ট তাদের একটি নভোযান পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হলেও এক ‘কারিগরি অসঙ্গতির’ কারণে তাদের ‘মিশনের ধাপ ক্ষতির মুখে পড়েছে’।
তবে, এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরএফএ’র এক মুখপাত্র বলেছেন, “সোমবার বিকেলে লঞ্চ সাইট সাক্সাভোর্ড স্পেসপোর্টে আরএফএ একটি ‘হট ফায়ার’ পরীক্ষার প্রথম ধাপ সম্পন্ন করার চেষ্টা করেছিল।”
“তবে, লঞ্চপ্যাড এখন নিরাপদ ও সুরক্ষিত। এ ছাড়া, পরিস্থিতিও নিয়ন্ত্রণের মধ্যে আছে এমনকি সব ধরনের তাৎক্ষনিক বিপদও এড়ানো গেছে।”
আরএফএ বলছে, তারা এখন স্পেসপোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে এ ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে।
আরএফএ’র মুখপাত্র যোগ করেন, “আমরা এ ধাপটি নতুন করে উন্নয়নের ওপর মনযোগ দিচ্ছি, যেখানে জোর দেওয়া হবে বাস্তবভিত্তিক পরীক্ষার ওপর।”
“এটা আমাদের দর্শনের অংশ। আর এটা যে উচ্চ ঝুঁকির কৌশল, সে বিষয়েও আমরা অবগত। আমাদের লক্ষ্য হল, যত দ্রুত সম্ভব নিজেদের নিয়মিত কাজে ফিরে যাওয়া।”
“আমরা নিয়মিত আপডেট জানাতে থাকব। এর আগ পর্যন্ত দয়া করে ধৈর্য্য ধরার অনুরোধ করছি।”
এদিকে, সাক্সাভোর্ডের এক মুখপাত্র বলেছেন, “এটা একটা পরীক্ষা ছিল, যা পরবর্তী ধাপে যাওয়ার আগে বিভিন্ন সমস্যা শনাক্ত করার লক্ষ্যে নকশা করা।”