ঘ্রাণশক্তি কমে যাওয়ার বিষয়টি হতে পারে অ্যালজেইমার ও পার্কিনসনস’সহ নানা গুরুতর রোগের আগাম সতর্কতার চিহ্ন।
Published : 04 Nov 2024, 07:06 PM
কোনো কিছুর গন্ধ না পাওয়া বা ঘ্রাণশক্তি কমে যাওয়ার সঙ্গে সংযোগ রয়েছে শতাধিক রোগের – এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
এ গবেষণাটি করেছেন ‘অক্সফোর্ড রিসার্চ সেন্টার ইন দ্য হিউম্যানিটিস’ ও ‘চার্লি ডানলপ স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস’-এর গবেষকরা। তারা বলছেন, ঘ্রাণশক্তি হারিয়ে ফেলার বিষয়টি মানুষের জন্য যে কেবল বিরক্তির, তাই নয়, জটিল স্বাস্থ্য সমস্যার সংকেতও হতে পারে এটি।
ইমেরিটাস প্রফেসর মাইকেল লিওন, গবেষক সিনথিয়া উ ও এমিলি ট্রোসিয়ানকো’র নেতৃত্বে এ গবেষণায় ১৩৯টি রোগের দিকে নজর দেন গবেষকরা, যেখানে খুঁজে পাওয়া গেছে মানুষের ঘ্রাণশক্তি কমে যাওয়া ও টিস্যুর ঘা বা প্রদাহের মধ্যে সংযোগ।
এ গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ফ্রন্টিয়ার্স ইন মলিকিউলার নিউরোসায়েন্স’-এ।
গবেষণা থেকে ইঙ্গিত মিলেছে, ঘ্রাণশক্তি কমে যাওয়ার বিষয়টি মূলত ‘অলফ্যাক্টরি ডিসফাংশন’ নামে পরিচিত, যা আসলে হতে পারে অ্যালঝেইমার ও পার্কিনসনস’সহ নানা গুরুতর রোগের আগাম চিহ্ন।
বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ প্রতিবেদনে লিখেছে, এর মানে হচ্ছে, কোনো কিছুর গন্ধ না পাওয়ার মতো সাধারণ পরিবর্তনগুলো সম্ভবত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে।
ড. লিওন বলেছেন, এ গবেষণাটি গুরুত্বপূর্ণ। কারণ, আগের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, মানুষকে সুগন্ধি থেরাপি দেওয়ার মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি উন্নত করা যেতে পারে ২২৬ শতাংশ।
“মানবদেহের টিস্যুর ঘা কমিয়ে আনতে কাজ করে সুগন্ধি, যা মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার মূল চাবিকাঠি। এই নতুন গবেষণা থেকে ইঙ্গিত মেলে, বিভিন্ন সেন্ট বা সুগন্ধি থেরাপি মানুষের দেহে নির্দিষ্ট কোনো রোগের আক্রমণকে বিলম্বিত করতে পারে।
ঘ্রাণশক্তি কমে যাওয়ার বিষয়টি অ্যালঝেইমারের মতো রোগের প্রাথমিক পর্যায়ে দেখা দিতে পারে। তাই মানুষকে দ্রুত চিকিৎসা শুরুর বা তাদের জীবনযাত্রা পরিবর্তনের জন্যও সুযোগ করে দিতে পারে এটি।
মানুষের ঘ্রাণশক্তিকে উদ্দীপিত করার জন্য বিভিন্ন সুগন্ধি থেরাপি কীভাবে টিস্যুর ঘা কমাতে ও বিভিন্ন রোগের উপসর্গ বুঝতে সাহায্য করে তা এ গবেষণায় খতিয়ে দেখেছে গবেষণা দলটি।
থেরাপিউটিক উপায়ে সুগন্ধি সরবরাহ করতে পারে এমন একটি ডিভাইস নিয়ে কাজ করছেন গবেষক লিওন ও উ, যা মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য দেবে নিরাপদ বিকল্প উপায়।
লিওন বলেছেন, বিভিন্ন গবেষণাকে একসঙ্গে করা ও এদের মধ্যে সংযোগ খুঁজে পাওয়ার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবে আমাদের এ প্রচেষ্টা সার্থক হয়েছে।
“আমরা কীভাবে সুস্থতা সম্পর্কে চিন্তা করি তাতে এক নতুন মাত্রা যোগ করবে মানুষের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে গন্ধের অনুভূতিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি।”