আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডার পাম বিচের রিসোর্ট ‘মার-এ-লাগোতে’ও যাচ্ছেন বেজোস।
Published : 14 Dec 2024, 04:48 PM
এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে মেটা। এবার একই তহবিলে ১০ লাখ ডলারের ঘোষণা দিয়েছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
এ অনুদানের খবর প্রথম প্রকাশ করে মার্কিন দৈনিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে, ট্রাম্পের ২০১৭ সালের অভিষেকে অ্যামাজন ৫৭ হাজার ৭৪৬ ডলার দিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অ্যামাজন নিজের ‘প্রাইম ভিডিও’ প্ল্যাটফর্মে ট্রাম্পের এই উদ্বোধনী অনুষ্ঠানটি স্ট্রিমিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ১০ লাখ ডলার দেবে বলে কোম্পানিটির একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’কে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করতে ফ্লোরিডার পাম বিচের রিসোর্ট ‘মার-এ-লাগোতে’ও যাচ্ছেন বেজোস।
টেক জায়ান্ট গুগলের সিইও সুন্দার পিচাইও ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাকারবার্গ।
ট্রাম্পের সহযোগী ইলন মাস্কের পর বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বেজোস একসময় ছিলেন রিপাবলিকানদের শত্রু। এমনকি বারবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিকানা নিয়েও উপহাসের পাত্র হয়েছেন বেজোস। তবে সাম্প্রতিক মাসগুলোতে তাকে বেশ উদ্দীপ্ত বলে মনে হচ্ছে।
গত ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিপক্ষে ট্রাম্পের জয়কে ‘অসাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন ও নির্ধারিত বিজয়’ বলে প্রশংসা করেছেন তিনি।
“আমি প্রথমবারের চেয়ে ট্রাম্পকে এখন আরও বেশি শান্ত, আত্মবিশ্বাসী ও স্থির হতে দেখছি,” সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস-এর ‘ডিলবুক’ সম্মেলনে আসন্ন দ্বিতীয় ট্রাম্প প্রশাসন সম্পর্কে নিজের এমন ‘আশাবাদ’ প্রকাশ করেছেন বেজোস।
“আমার কাছে এটি আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি এবার ট্রাম্পকে নিয়ে খুব আশাবাদী। প্রযুক্তি কোম্পানিগুলোর উপর নিয়মকানুন কমানোর ব্যাপারে নিজস্ব ক্ষমতা রয়েছে ট্রাম্পের। আমি যদি তাকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমি তা করব। কারণ আমাদের দেশে নিয়মকানুন অনেক বেশিই রয়েছে।”