স্মার্টফোনে নিজস্ব সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে গুগল কেন প্রতি বছর শত শত কোটি ডলার খরচ করছে, এমন প্রশ্নও তুলতে পারে মার্কিন সরকার।
Published : 28 Oct 2023, 10:34 AM
গুগলের বিরুদ্ধে চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছেন কোম্পানির সিইও সুন্দার পিচাই। বলা হচ্ছে, এক প্রজন্মে এমন মামলা একবারই হয়।
সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপনী খাতে গুগলের একচেটিয়া রাজত্বের অভিযোগ তোলা এ মামলায় পিচাই সাক্ষ্য দেবেন সোমবার।
সাক্ষ্য দেওয়ার কারণ
রয়টার্স বলছে, সোমবারের শুনানিতে পিচাইকে সম্ভবত গুগলের সার্চ ইঞ্জিন খাতের বিনিয়োগ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এর মধ্যে রয়েছে স্মার্টফোন ও বিজ্ঞাপনী বাজারে গুগল সার্চ ইঞ্জিনের দখল নেওয়ার বিষয়টিও।
স্মার্টফোনে নিজস্ব সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে গুগল কেন প্রতি বছর শত শত কোটি ডলার খরচ করছে, এমন প্রশ্নও তুলতে পারে মার্কিন জনপ্রতিনিধিরা।
প্রেক্ষাপট
মার্কিন সরকার যুক্তি দেখিয়েছে, শীর্ষস্থান ধরে রাখতে গুগল মোবাইল ফোন নির্মাতা অ্যাপল ও ক্যারিয়ার বা সংযোগদাতা এটিএন্ডটি’র মতো কোম্পানিকে অনৈতিকভাবে প্রতি বছর বছর আনুমানিক হাজার কোটি ডলার পরিশোধ করছে সার্চ ইঞ্জিন বাজারের ৯০ শতাংশ দখলে রাখা গুগল। আর এই খাতে প্রতিযোগিতার ঘাটতি থাকার কারণে বিজ্ঞাপনী বাজারেও নিজেদের আর্থিক লাভ বাড়াচ্ছে কোম্পানিটি।
অন্যদিকে গুগল যুক্তি দেখিয়েছে, তাদের আয় ভাগাভাগির চুক্তিটি বৈধ। আর নিজেদের সার্চ ও বিজ্ঞাপনী ব্যবসাকে প্রতিযোগিতামূলক রাখার উদ্দেশ্যেই তারা এমন বিনিয়োগ করেছে।
কোম্পানি আরও বলেছে, ডিভাইসে গুগলের সার্চ ইঞ্জিন ডিফল্ট থাকা নিয়ে কারও আপত্তি থাকলে, তিনি চাইলেই অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।