“তারা প্রতিভাবান মানুষ, যারা নিজেদের কাজের উপর বিশ্বাস রাখেন। তাদের বরখাস্তের বিষয়টি কোনোভাবেই আমাদের দেশকে সাহায্য করার কোনও উপায় হতে পারে না।”
Published : 12 Mar 2025, 05:07 PM
ট্রাম্প প্রশাসন ও ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নির্দেশে কর্মী ছাঁটাই শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক।
সোমবার পাঠানো এক ইমেইলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিবৃতিতে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রো বলেছেন, পর্যায়ক্রমে সংস্থাটির কর্মী ছাঁটাই করা হয়েছে। পুনর্গঠন পরিকল্পনার আগেই হয়েছে এ কর্মী ছাঁটাই।
পেট্রো বলেছেন, “আমরা নাসার অফিস অফ টেকনোলজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, প্রধান বিজ্ঞানীর অফিস ও ডাইভারসিটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি অফিস-এর ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন ও অ্যাক্সেসিবিলিটি শাখা বন্ধ করে দেবো।”
তিনি বলেছেন, যেসব কর্মী ছাঁটাই হয়েছেন তারা নাসার ‘গুরুত্বপূর্ণ সদস্য’ এবং সংস্থাটির সাম্প্রতিক সাফল্যে অবদান রাখতে সাহায্য করেছে তাদের কাজ।
“আমি জানি এমন খবর পাওয়ার বিষয়টি কঠিন এবং আমাদের সবার ওপরই আলাদাভাবে প্রভাব ফেলেছে এটি। এমন পরিবর্তন মেনে নেওয়া সহজ নয়। তবে আমাদের শক্তি আমাদের লক্ষ্য একে অপরের প্রতি আমাদের শেয়ার করে নেওয়ার প্রতিশ্রুতি থেকে আসে। আপনাদের পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞ আমি। এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন,” বলেছেন পেট্রো।
আর্টেমিস মিশনে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা ও সোমবার সন্ধ্যায় দুটি বিজ্ঞান মিশনের উদ্বোধন’সহ নাসার বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে এ কর্মী ছাঁটাইয়ের ঘোষণাটিও এলো বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
‘জনস হপকিন্স ইউনিভার্সিটি’র সহকারী অধ্যাপক ড. মেরেডিথ ম্যাকগ্রেগর সামজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই-তে লিখেছেন, “তারা প্রতিভাবান মানুষ, যারা নিজেদের কাজের উপর বিশ্বাস রাখেন। তাদের বরখাস্তের বিষয়টি কোনোভাবেই আমাদের দেশকে সাহায্য করার কোনও উপায় হতে পারে না।”
গত মাসে নাসায় গণহারে কর্মী ছাঁটাই করতে চাইলেও শেষ মুহূর্তের এমন সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউস। আশঙ্কা ছিল, সংস্থাটির পুরো কর্মীর ১০ শতাংশকে ছেঁটে ফেলা হতে পারে। তবে সেই পরিকল্পনা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। সংস্থাটির কর্মী সংখ্যা এক হাজার আটশ’র কম।