পাওয়ারপয়েন্টের ওয়েব সংস্করণের পাশাপাশি উইন্ডোজ ও ডেস্কটপ অ্যাপে একই পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট স্লাইড মোছা যাবে।
Published : 28 Aug 2024, 05:34 PM
প্রযুক্তির এ যুগে নানা কাজে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বা উপস্থাপনার প্রয়োজন হতে পারে। আর এতে স্লাইড তৈরির সময় অনেক ক্ষেত্রেই তৈরি করে ফেলা কিছু স্লাইড অপ্রয়োজনীয় মনে হতে পারে।
এমন পরিস্থিতিতে সহজ উপায় হল, অদরকারি স্লাইড মুছে ফেলা। আর মাইক্রোসফট ওয়ার্ডের একটি পৃষ্ঠা ডিলিট করার চেয়েও পাওয়ারপয়েন্ট স্লাইড ডিলিট করা সহজ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিসাইট ডিজিটাল ট্রেন্ডস।
একটি স্লাইড ডিলিট করার নিয়ম
পাওয়ারপয়েন্টের ওয়েব সংস্করণের পাশাপাশি উইন্ডোজ ও ডেস্কটপ অ্যাপে একই পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট স্লাইড ডিলিট করা যাবে।
১. প্রথমে পাওয়ারপয়েন্ট চালু করে ওপরের ‘ভিউ’ ট্যাব থেকে ‘নরমাল’, ‘আউটলাইন ভিউ’ অথবা ‘স্লাইট শর্টার ভিউ’, যে কোনো একটি বেছে নিন।
২. নরমাল বা আউটলাইন ভিউতে, বাম পাশের জায়গায় ক্লিক করে টেনে থাম্বনেইল চালু করুন।
৩. যে স্লাইড ডিলিট করতে চান তার ওপর রাইট ক্লিক করুন ও ‘ডিলিট স্লাইড’ অপশনটি বেছে নিন। স্লাইডে ক্লিক করে কিবোর্ডের ‘ডিলিট’ বোতামও চাপলেও একই ফল মিলবে।
৪. মনে রাখতে হবে, এ ক্ষেত্রে নিশ্চিত করার আলাদা কোনো অপশন আসবে না। অর্থাৎ সরাসরিই ডিলিট হয়ে যাবে। কেউ ভুলবশত দরকারি স্লাইড ডিলিট করে ফেললে ওপরের টুলবার থেকে ‘আনডু’ অপশন বেছে নিন।
একাধিক স্লাইড ডিলিট করবেন যেভাবে
১. প্রথমে পাওয়ারপয়েন্ট চালু করে, ওপরের ‘ভিউ’ ট্যাব থেকে ‘নরমাল’, ‘আউটলাইন ভিউ’ অথবা ‘স্লাইট শর্টার ভিউ’, যে কোনো একটি বেছে নিন।
২. একাধিক স্লাইড বেছে নেওয়ার দুটি উপায় আছে। একসঙ্গে রয়েছে এমন স্লাইডের ক্ষেত্রে প্রথম স্লাইডটি বেছে নিন, শিফট বোতাম চেপে শেষ স্লাইডটি নির্বাচন করুন। আলাদা রয়েছে এমনব স্লাইডের ক্ষেত্রে প্রথম স্লাইড বেছে নিয়ে কন্ট্রোল বা কমান্ড বোতাম চেপে ধরে রেখে প্রতিটি স্লাইড থাম্বনেইলে আলাদা আলাদা করে ক্লিক করতে হবে।
৩. এবার মাউসে রাইট ক্লিক করে ডিলিট স্লাইড অপশন বেছে নিন বা কিবোর্ডের ডিলিট বোতামে চাপুন।
মোবাইল অ্যাপ ব্যবহার করে
হাতের কাছে পিসি না থাকলেও সহজে স্লাইড এডিট করার দারুণ উপায় হল মোবাইলের পাওয়ারপয়েন্ট অ্যাপ। মোবাইল অ্যাপ থেকেও স্লাইড ডিলিট করা যায়।
১. প্রেজেন্টেশন চালু করে, এডিট অপশন বেছে নিন।
২. স্লাইডের তালিকা থেকে যে স্লাইড বাদ দিতে চান সেটি বেছে নিন।
৩. পপ-আপ টুলবার থেকে ‘ডিলিট’ অপশনে চাপুন।
আরও স্লাইড ডিলিট করার জন্য একই প্রক্রিয়া অনুসরণ করুন। ভুলবশত কোনো স্লাইড ডিলিট হয়ে গেলে, স্ক্রিনের ওপর থেকে আনডু বেছে নিন।