জেমিনাইয়ের কাছে প্রশ্ন করার দুদিন পরে এআই টুলটিও ঠিক একইরকম অনুমান দিয়েছে, যা বিজ্ঞানীরা সঠিক উত্তর হিসাবে জানতেন, তবে কোথাও প্রকাশিত হয়নি।
Published : 21 Feb 2025, 05:23 PM
যে বৈজ্ঞানিক রহস্যের সমাধান করতে বিজ্ঞানীদের ১০ বছর সময় লেগেছিল তা দুই দিনেই সমাধান করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
গুগলের এআই মডেল জেমিনাই-এর সর্বশেষ ‘কো সায়েন্টিস্ট’ নামের ফিচারটিকে নিজস্ব ধারণা, তত্ত্ব, বিশ্লেষণ ও গবেষকদের ‘সহকর্মী’ হিসাবে কাজ করার জন্য নকশা করা বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ।
‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স’ বা এএমআর নামের এক সুপারবাগের রহস্য সমাধানের জন্য এক দশক ধরে কাজ করেছেন ‘ইম্পেরিয়াল কলেজ লন্ডন’-এর বিজ্ঞানীরা।
তাদের অনুমান, এটি এমন এক সুপারবাগ, যা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে ও ২০৫০ সালের মধ্যে প্রতি বছর লাখ লাখ মানুষকে মেরে ফেলতে পারে।
সুপারবাগ হচ্ছে ব্যাকটেরিয়ার একটি অণুজীব, যা একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে। এর এই প্রতিরোধ সক্ষমতার কারণই ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি সংক্রমণের চিকিৎসার বিষয়টিকে কঠিন করে তুলেছে।
প্রচলিত গবেষণা পদ্ধতি ব্যবহার করে এ সম্পর্কে একটি তত্ত্ব তৈরি করেছে গবেষণা দলটি। এরপর তারা প্রমাণ পেয়েছে, কীভাবে বিভিন্ন ব্যাকটিরিয়া নতুন ডিএনএ সংগ্রহ করে, যার ফলে এরা আরও কার্যকর হয়ে ওঠে।
গবেষণাটি শেষ হওয়ার পর গুগলের জেমিনাইয়ের ‘কো সায়েন্টিস্ট’ ফিচারকে সুপারবাগটি নিয়ে প্রশ্ন করতে মার্কিন সার্চ জায়ান্টির সঙ্গে পার্টনারশিপ করেন ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা।
ব্যাকটেরিয়া কীভাবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে সে সম্পর্কে ধারণা পেতে গবেষকদের বিভিন্ন তথ্য ও তত্ত্বকে এআই মডেলের বিরুদ্ধে দাঁড় করাতে এই ‘কো সায়েন্টিস্ট’ ফিচারটির কাছে প্রশ্ন করেন গবেষকরা।
ইম্পেরিয়ালে কলেজের অধ্যাপক ও এ গবেষণার সহ নেতৃত্ব দেওয়া হোসে পেনাডেস বলেছেন, “আমরা এ বিষয়টি বোঝার জন্য অনেক বছর ধরে কাজ করছি এবং শেষ পর্যন্ত আমরা এ প্রক্রিয়াটি খুঁজে পেয়েছি।
“আমাদের অনুমান, ক্যাপসিড বা ভাইরাসের প্রোটিন সেল তৈরি হয় ডিএনএ-এর ভেতরে ও এর কোনও লেজ থাকে না। বিভিন্ন ভাইরাস থেকে লেজ তৈরি করার ও প্রজাতির ওপর প্রভাব ফেলার সক্ষমতা রয়েছে এগুলোর।”
এদের এই লেজ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে গবেষণা দলটি জানলেও বিশ্বের আর কেউ তা জানতেন না। এ গবেষণাটি একেবারেই ব্যক্তিগত পর্যায়ে ছিল এবং এটি কখনোই প্রকাশ্যে আসেনি ও এ সম্পর্কে অনলাইনেও কিছুই লেখা নেই।
তবে জেমিনাইয়ের কাছে প্রশ্ন করার দুদিন পরে এআই টুলটিও ঠিক একইরকম অনুমান দিয়েছে, যা বিজ্ঞানীরা সঠিক উত্তর হিসাবে জানতেন। আর বিষয়টিই গবেষকদের বিস্মিত করেছে।
“এআইয়ের দেওয়া প্রস্তাবটি সুপারবাগ নিয়ে দেওয়া প্রথম কোনোও হাইপোথিসিস ছিল,” বলেছেন অধ্যাপক পেনাডেস।
ইম্পেরিয়াল কলেজের ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস বিশেষজ্ঞ ও এ গবেষণার সহ লেখক ড. টিয়াগো ডায়াস দা কোস্টা বলেছেন, “এটি প্রায় ১০ বছরের গবেষণা ফল, যা জেমিআইয়ের কো সায়েন্টিস্ট ফিচারটি কেবল দুদিনে করেছে।”
বর্তমানে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সেল’-এ প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে গবেষণাটি।