এ সাইবার আক্রমণে এয়াপোর্টের নিজস্ব ওয়েবসাইট ও ফোন ব্যবস্থায় প্রভাব পড়তে দেখার কথা বলেছে এর পরিচালনার দায়িত্বে থাকা ‘পোর্ট অফ সিয়াটল’।
Published : 26 Aug 2024, 06:35 PM
সম্প্রতি ‘সাইবার হামলার’ শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল আন্তর্জাতিক এয়ারপোর্ট।
এ সাইবার আক্রমণে এয়ারপোর্টের নিজস্ব ওয়েবসাইট ও ফোন ব্যবস্থায় প্রভাব পড়ার কথা বলেছে এর পরিচালনার দায়িত্বে থাকা ‘পোর্ট অফ সিয়াটল’।
শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথম বিভ্রাটের বিষয়টি উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে আরেক পোস্টে উঠে আসে, তাদের ‘কয়েকটি সিস্টেম বিভ্রাটের মুখে পড়েছে, যা একটি সাইবার আক্রমণের ইঙ্গিত দেয়’।
এর পর শনিবার সন্ধ্যায় দেওয়া আরেক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তারা এখনও এ বিভ্রাট থেকে বেরোতে পারেনি: এমনকি এর থেকে ফিরে আসার আনুমানিক সময় এখনও নিশ্চিত নয়। বন্দরের বিভিন্ন বিভাগ পরিষেবা পুরোপুরি ফেরাতে কাজ চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া, ভ্রমণকারীদেরকে নিজেদের বোর্ডিং পাস ও ব্যাগ ট্যাগ পেতে বিভিন্ন এয়ারলাইন অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ, যার ফলে নিজেদের গেইটে পৌঁছানোর ক্ষেত্রেও তারা অতিরিক্ত সময় পাবেন।
প্রশান্ত মহাসাগরীয় সময় রোববার সকাল পর্যন্ত, ‘পোর্ট অফ সিয়াটল’-এর জনসেবামূলক বিভিন্ন ওয়েব কাঠামো, যার মধ্যে রয়েছে তাদের ওয়েবসাইটও, সেগুলো বেশিরভাগই অফলাইনে দেখা গেছে বলে এর ‘ডোমেইন নেইম সিস্টেম (ডিএনএস)’ রেকর্ড পর্যালোচনা করে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)’র এক মুখপাত্র বলেন, এতে বন্দরের নিরাপত্তা কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পোর্টের সাইবার নিরাপত্তা উন্নত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশের ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন।