পাঁচ দিনের এ আয়োজনে ডেটা ব্যবহার হয়েছে ২২৫ টেরাবাইটের বেশি, সময়ের হিসাবে যা সাত হাজার তিনশ ঘণ্টা এইচডি ভিডিও স্ট্রিমিংয়ের সমান।
Published : 10 Jul 2024, 05:05 PM
এ বছর সবচেয়ে বেশি ফোনের নেটওয়ার্ক ডেটা ব্যবহারের রেকর্ড ভেঙেছে ইংল্যান্ডের গ্লাস্টনবারি উৎসব।
২০২৩ সালের তুলনায় এ বছরের আয়োজনে দর্শকরা ৩৩ শতাংশ বেশি ফোন ডেটা ব্যবহার করেছেন বলে জানিয়েছে ভোডাফোন।
গ্লাস্টনবারির অফিসিয়াল কানেক্টিভিটি পার্টনার কোম্পানিটি বলেছে, পাঁচ দিনের এ আয়োজনে ডেটা ব্যবহার হয়েছে ২২৫ টেরাবাইটের বেশি, যেখানে মঞ্চে দেখা গেছে ডুয়া লিপা, কোল্ডপ্লে ও এসজেডএ’র মতো শিল্পীদের, যা সময়ের হিসাবে সাত হাজার তিনশ ঘণ্টা এইচডি ভিডিও স্ট্রিমিংয়ের সমান।
ভোডাফোনের তথ্য অনুসারে, শনিবার রাতে কোল্ডপ্লে’র হেডলাইন স্লটে ডেটা আপলোড হয়েছে ২৫৮ গিগাবাইট, যা ইনস্টাগ্রামে ৭৪ হাজার হাই-রেজুলিউশন ছবি আপলোড করার সমান।
যুক্তরাজ্যের সমারসেট কাউন্টির ‘ওয়ার্দি ফার্ম’-এ আয়োজিত এ উৎসবে দুই লাখের বেশি দর্শকের ভিড় সামলাতে এলাকাটির আশপাশে ১০টি অস্থায়ী অ্যান্টেনা বসিয়েছিল ভোডাফোন।
এ ছাড়া, আয়োজনের সময় দর্শকদের নিজস্ব নেটওয়ার্কও ব্যবহার করার সুযোগ দিয়েছে মোবাইল অপারেটর কোম্পানিটি। ফলে, দর্শকরা অস্থায়ীভাবে ই-সিমের মাধ্যমে তাদের নম্বর পরিবর্তন না করেই ভোডাফোনের সেবা ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। অফারটি ব্যবহার করার চেষ্টা করেছেন প্রায় ১৫ হাজার মানুষ।
এর পাশাপাশি, গ্লাস্টনবারি আয়োজনের অফিসিয়াল অ্যাপেও অনুমোদন দিয়ে রেখেছিল ভোডাফোন। কোম্পানিটি বলেছে, অ্যাপটি ডাউনলোড সংখ্যা দুই লাখ ২৬ হাজারের বেশি, যেখানে প্রতি ১০ জনের মধ্যে একজন আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন না।
ভোডাফোন আরও বলেছে, কোম্পানির ‘কানেক্ট অ্যান্ড চার্জার’ নামের তাবু থেকে প্রায় ১০ হাজার মানুষ নিজেদের ফোন চার্জ দিতে পাওয়ার ব্যাঙ্ক কিনেছেন এবারের আয়োজনে।
এদিকে, প্রতিটি বিক্রির জন্য স্থানীয় বিভিন্ন দাতব্য সংস্থায় বিনামূল্যে সংযোগ প্রদানের কথাও জানিয়েছে কোম্পানিটি, যা আয়োজনে দর্শকদের তরফ থেকে স্থানীয় কমিউনিটিকে সহায়তার উদ্দেশ্যে তৈরি করা এক প্রকল্পের অংশ।
ভোডাফোনের যুক্তরাজ্য অংশের গ্রাহক বিভাগের পরিচালিক রব উইন্টারশ্লাডেন বলেছেন, “গ্লাস্টনবারি উৎসবের অফিসিয়াল কানেক্টিভিটি পার্টনার হিসাবে আমি খুবই গর্বিত কারণ আমরা এর মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ককে সর্বোচ্চ সক্ষমতায় নিতে পেরেছি। এ ছাড়া, দর্শকরাও এতে বিনামূল্যে ‘দ্য নেশনস নেটওয়ার্ক’ দেখার ও একটি ‘গেইম-চেঞ্জিং’ অ্যাপ ব্যবহার করার সুযোগ পেয়েছেন।”