অ্যাসোসিওতে পুরস্কার জিতল দেশি দুই কোম্পানি

‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’ বিভাগে ডিজিকন টেকনোলজিস লিমিটেড এবং ‘স্টার্টআপ’ বিভাগে টেকগারলিক এই সম্মাননা অর্জন করেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 02:29 PM
Updated : 15 Nov 2023, 02:29 PM

‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৩’-এ দুটি শ্রেণিতে পুরস্কার অর্জন করেছে দেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান।

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এ অঞ্চলের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংগঠন।

সংগঠনটির নিয়মিত এই আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’ বিভাগে ডিজিকন টেকনোলজিস লিমিটেড এবং ‘স্টার্টআপ’ বিভাগে টেকগারলিক এই সম্মাননা অর্জন করেছে।

১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৩ এর দ্বিতীয় দিনে অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অ্যাসোসিও চেয়ারম্যান ব্রায়ান শেন।

আয়োজনে ৬টি বিভাগে মোট ৫২টি পুরস্কার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

অ্যাসোসিও ডিজিটাল সামিটে বাংলাদেশের অর্জন সম্পর্কে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার বলেন, ডিজিটাল এশিয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজ। ফলে এশিয়ার ২৪টি দেশ একসঙ্গে ডিজিটাল এশিয়ার উন্নয়নে কাজ করবে। ডিজিটাল এশিয়ায় বাংলাদেশেরও কাজ করার অনেক সুযোগ রয়েছে। 

“বাংলাদেশ থেকে যে দুটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, এটা স্মার্ট বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।”

আব্দুল্লাহ এইচ কাফি বলেন,আন্তর্জাতিক আসরগুলোতে বিসিএসসহ দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর ভূমিকা “বরাবরের মতোই প্রশংসনীয়।”

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং অ্যাসোসিওর আজীবন সদস্য ও বিসিএস সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।