ব্যবহারকারীর তথ্য, অ্যাপের সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজের মতো অ্যাপলের সব পরিষেবা ব্যবহারের নিরাপদ রাস্তা হল অ্যাপল আইডি।
Published : 08 Sep 2024, 01:52 PM
অ্যাপল ডিভাইস হাতবদল হলে সবার আগে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এতে নুতন মালিকের অ্যাপল আইডি যোগ করা। এ ছাড়া অনেকেরই ব্যক্তিগত, কাজ বা পারিবারিক ব্যবহারের বেলায় ভিন্ন ভিন্ন অ্যাপল আইডি ব্যবহারের দরকার হতে পারে। আর এমন হলে একটি অ্যাপল আইডি কীভাবে অন্যটির সঙ্গে বদলে নিতে হয় তা জানা জরুরী।
ব্যবহারকারীর তথ্য, অ্যাপের সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজের মতো অ্যাপলের সব পরিষেবা ব্যবহারের নিরাপদ উপায় হল অ্যাপল আইডি।
যে কোনো অ্যাপল ডিভাইসেই অ্যাপল আইডি বদলে নেওয়া খুবই সহজ কাজ। আর এটি কেনাকাটা, সাবস্ক্রিপশনের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়া অ্যাপ এবং কনটেন্ট সামাল দিতেও সাহায্য করবে।
এ প্রসঙ্গে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট টেকরেডার। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
প্রথমে সেটিংস অ্যাপ (ম্যাকের বেলায় সিস্টেম সেটিংস) চালু করুন, ওপরে নিজের নামের ওপরে চাপুন। নিচে স্ক্রল করে ‘সাইন আউট’ অপশনটি বেছে নিন।
নিজের পাসওয়ার্ড দিন এবং ওপরের ডান কোণায় ‘টার্ন অফ’ অপশন বেছে নিয়ে ‘ফাইন্ড মাই আইফোন’ ফিচারটি বন্ধ করুন। আবারও নিচে স্ক্রল করে ‘সাইন আউট’ অপশন বেছে নিন।
যে অ্যাপগুলোর ডেটা আইফোনে রাখতে চান সেগুলো বেছে নিন যখন “কিপ এ কপি অফ ইয়োর ডেটা ইন দিস আইফোন?” অপশন সামনে আসে।
এরপর আবার ওপরের ডান দিকে সাইন আউট অপশনে চাপুন, এরপর স্ক্রিনের ছোট পপ-আপ অপশন এলে ‘সাইন আউট’ চেপে নিশ্চিত করুন।
সাইন আউট হয়ে গেলে সেটিংস স্ক্রিনে ফিরে যাবেন।
স্ক্রিনের ওপরে ‘সাইন ইন টু ইয়োর আইফোন’ অপশন দেখতে পাবেন। ‘ইউজ অ্যানাদার অ্যাপল ডিভাইস’ বা ‘সাইন ইন ম্যানুয়ালি’, দুটির মধ্যে সাইন ইন করার একটি পদ্ধতি বেছে নিন।
এখানে ‘ইউজ অ্যানাদার অ্যাপল ডিভাইস’ অপশন বেছে নিলে, সাইন ইন করার জন্য স্ক্রিনে নির্দেশনা পাবেন।
আর অ্যাকাউন্টের লগইন তথ্য জানা থাকলে, ‘সাইন ইন ম্যানুয়ালি’ অপশনটি বেছে নিন। এ পর্যায়ে ইউজারনেইম ও পাসওয়ার্ড দিয়ে ডান অপশনে চাপুন।
অ্যাকাউন্টে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করা থাকলে ‘২এফএ’ কোড লিখে সাইন ইন করতে হবে।
সাইন ইন করার পর আইফোনের পাসকোড লিখতে হবে।
এ পর্যায়ে একটি পপ-আপ স্ক্রিন আইক্লাউডের সঙ্গে আইফোনের ডেটা মার্জ বা জুড়ে দিতে বলবে, নিজের পছন্দ অনুসারে একটি অপশন বেছে নিয়ে লগইন শেষ করুন।
এভাবে খুব সহজেই অ্যাপল অ্যাকাউন্ট অদল বদল করে নিজের তথ্য গুছিয়ে রাখতে পারেন।