এই সাইবার হামলার মাধ্যমে ব্রিটিশ বিভিন্ন ব্যবসাকে টার্গেট করতে পারে ক্রেমলিন। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়বে দেশটির লাখ লাখ মানুষ।
Published : 25 Nov 2024, 04:35 PM
ইউক্রেইনের প্রতি সমর্থন দুর্বল করার জন্য যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশগুলোর বিরুদ্ধে সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এ নিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত নেটো সম্মেলনে কথা বলবেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা প্রধান।
ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর প্রতিরক্ষা জোট নেটো’র ওই বৈঠকে সতর্কবার্তা দেবেন ‘ডাচি অফ ল্যানকাস্টার’-এর চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন তিনি।
ম্যাকফ্যাডেন বলেছেন, এই সাইবার হামলার মাধ্যমে ব্রিটিশ বিভিন্ন ব্যবসাকে টার্গেট করতে পারে ক্রেমলিন। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়বে দেশটির লাখ লাখ মানুষ।
রাশিয়ার সাইবার-যুদ্ধের সক্ষমতা সম্পর্কে ধারাবাহিক সতর্কতার মধ্যে এটি সর্বশেষতম বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। এই সাইবার হামলার বিষয়টিকে ইউক্রেইনের বিরুদ্ধে ‘গোপন যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন ম্যাকফ্যাডেন।
এ বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ‘নেটো সাইবার ডিফেন্স কনফারেন্স’-এ দেওয়া বক্তৃতায় ক্যাবিনেট মন্ত্রী সতর্ক করে বলবেন, ‘অস্থিতিশীল ও দুর্বল করে দিতে পারে এই সাইবার যুদ্ধ’। এ অঞ্চলে ক্রেমলিনকে ‘অত্যন্ত আক্রমণাত্মক ও বেপরোয়া’ হিসাবেও বর্ণনা করবেন তিনি।
রাশিয়ার সাইবার হামলা চালানোর মাধ্যমে যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করে ‘লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়ার’ হুমকির দিকে নজর রাখবেন ম্যাকফ্যাডেন। সেইসঙ্গে ‘অশুভ উদ্দেশ্য সাধনের জন্য’ বিভিন্ন ব্রিটিশ ব্যবসাকে টার্গেট করার যে লক্ষ্য রয়েছে রাশিয়ার তার দিকেও মনোযোগ দেবেন তিনি।
“রাশিয়ার এই শত্রুতার মাত্রা বিবেচনায় নেটো সদস্যদের প্রতি আমার বার্তা স্পষ্ট। আর নেটোর প্রতি রাশিয়ার সাইবার হুমকিকে কারোরই অবহেলা করে দেখা উচিত নয়। কারণ, হুমকিটি বাস্তব।”
ম্যাকফ্যাডেনের দাবি, নেটো রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কমপক্ষে নয়টি আলাদা সাইবার হামলার জন্য দায়ী রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ বিভিন্ন হ্যাকিং দল। এসব সাইবার হামলার মধ্যে রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে বিনা উস্কানিতে হামলার মতো নানা ঘটনা।
সেপ্টেম্বরে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ এক প্রতিরক্ষা ব্রিফিংয়ে অভিযোগ উঠেছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ২৯১৫৫’-এর বিরুদ্ধে। ইউনিটি ইউক্রেইনে সহায়তা ঠেকাতে পরিকল্পিত হামলা চালিয়েছে।
২০১৮ সালে ইংল্যান্ডের সলসবেরিতে সাবেক রুশ এজেন্ট ও তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যার পেছনেও এই দলটি জড়িত বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের বেশ কয়েকটি কাউন্সিলে ধারাবাহিকভাবে সাইবার হামলা চালানো হয়েছে। যার কয়েকটির দায় স্বীকার করেছে রাশিয়াপন্থী হ্যাকিং দল।