মঙ্গলবার এ সম্মেলনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৈশ্বিক এআই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্রান্স এবং ইউরোপও এ খাতে ব্যবসার জন্য আগ্রহী।
Published : 11 Feb 2025, 04:49 PM
প্যারিসে অনুষ্ঠিত এআই বিষয়ক শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় ফ্রান্স অংশ নিচ্ছে এবং ইউরোপও এ খাতে ব্যবসার জন্য আগ্রহী। মঙ্গলবার এ সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত পূর্ণাঙ্গ অধিবেশনে জড়ো হয়েছেন বৈশ্বিক প্রযুক্তি খাতের নেতারা।
ম্যাক্রোঁর এ ঘোষণার কয়েক ঘণ্টা পর, চীন, ভারত ও যুক্তরাষ্ট্র’সহ বিশ্বের প্রায় একশ দেশের প্রতিনিধিরা এআইকে জাতীয় স্বার্থে কাজে লাগানো যায় কি না তা নির্ধারণের জন্য এ বৈঠক শুরু করেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ সম্মেলনে আমেরিকান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সোমবার রাতেই এআই ব্যবহারের ক্ষেত্রে নিজের মতামত তুলে ধরেন ম্যাক্রোঁ। তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে মার্কিন তেল উৎপাদন নীতির মতো ‘ড্রিল, বেবি ড্রিল’ পদ্ধতি গ্রহণ করবে না ফ্রান্স। এর বদলে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করবে তারা। যাতে ইউরোপের বিভিন্ন কোম্পানি এআইয়ের জন্য বিদ্যুতের চাহিদা মেটাতে ‘প্লাগ, বেবি প্লাগ’ পদ্ধতি করতে পারে।
তবে এ আলোচনায় রাজনৈতিক সমীকরণের একটি বিষয় হচ্ছে ২০২৫ সালকে নতুন করে এআই নিয়ন্ত্রণের বছর হিসেবে বিবেচনা করা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে তার পূর্বসূরি জো বাইডেনের এআই নিয়ম ছেঁটে ফেলেছেন তা লক্ষ্য করেছে ইউরোপ।
ম্যাক্রোঁ বলেছেন, মঙ্গলবার ইইউ’র জন্য এক নতুন এআই কৌশল ঘোষণা করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন, যা “ইউরোপের জন্য আমাদের এআই নিয়ন্ত্রণকে বাড়াতে, নিয়মকানুন সহজ করতে, একক বাজারকে আরও গভীর করা ও কম্পিউটিং সক্ষমতায় বিনিয়োগের জন্য এক অনন্য সুযোগ তৈরি করবে।”
সোমবার এআই শীর্ষ সম্মেলনের নৈশভোজে অতিথিদের উদ্দেশ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, “বিভিন্ন ইউরোপীয় কোম্পানিকে ইউরোপে তৈরি এআইয়ের এক জোরালো যৌথ প্রচেষ্টার জন্য একসঙ্গে হতে আহ্বান জানাচ্ছি আমি।”
রয়টার্সের দেখা এ সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে উঠে এসেছে ‘বাজার কেন্দ্রীকরণ এড়ানো’ ও ‘মানুষ ও পৃথিবীর জন্য এআইকে টেকসই করে গড়ে তোলার’ ওপর গুরুত্বের বিষয়টি।